Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় ৩০টাকা দরে খোলা বাজারে চাল বিক্রি শুরু

আগৈলঝাড়ায় ৩০টাকা দরে খোলা বাজারে চাল বিক্রি শুরু

চালের উর্ধমূখি বাজার নিয়ন্ত্রণ ও সাধারণ জনগনের কষ্ট লাঘবের জন্য বরিশালের আগৈলঝাড়ায় খোলা বাজারে (ওএমএম) ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।

সোমবার সকালে রাজিহার বাজারে ডিলারদের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম পরিদর্শণ করেছেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অশোক চৌধুরী জানান, সরকারীভাবে ডিলার নিয়োগের মাধ্যমে ওএমএস এর চাল বিক্রি শুরু করা হয়েছে।

উপজেলা সদর বাজারে মো. সহিদুল ইসলাম পাইক ও রাজিহার বাজারে অনিমেষ মন্ডলকে ডিলার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

প্রতিদিন দুই জন ডিলার ২ মেট্টিক টন করে মোট ৪ মেট্টিক টন চাল উত্তোলন করে ৩০টাকা কেজি দরে ক্রেতাদের কাছে বিক্রি করবে। ডিলারদের উত্তোরণকৃত চাল বিক্রি শেষে নতুন করে তারা চাল উত্তোলন করবেন।

উপজেলার যে কোন এলাকার লোকজন নিয়োগকৃত ডিলারদের কাছ থেকে ৩০ টাকা ন্যায্য মূল্যে জন প্রতি ৩ কেজি করে চাল ক্রয় করতে পারবেন।

About admin

Check Also

সাংবাদিকদের ওপর হামলালাকারী ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথমধাপের বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে সংবাদ সংগ্রহে গিয়ে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *