Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় ‘কারিতাস বাংলাদেশ’র সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদযাপন

আগৈলঝাড়ায় ‘কারিতাস বাংলাদেশ’র সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদযাপন

স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’ এর ৫০ বছর পুর্তি উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে কারিতাস বরিশাল অঞ্চল এর আয়োজনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সংস্থার পতাকা উত্তোলন শেষে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধাআব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী।

অনুষ্ঠানে ১৯৭২ সালে কারিতার প্রতিষ্ঠার পর থেকে জনগনের অর্থনৈতিক উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নের উপর বক্তব্য প্রদান শেষে প্রামান্যচিত্র প্রদর্শণ করা হয়। অনুষ্ঠানে কারিতাসের বদৌলতে জীবন বদলে যাওয়া সুফলভোগীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন গৌরনদী প্যারিসের পাল পুরোহিত ফাদার রিংকু গমেজ, এনজিও পরিচালক বদিউল আলম বাবুল, কাজল দাসগুপ্ত, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, সুফলভোগী নির্মল বাড়ৈ, ইউপি সদস্য রাজ্যেশ্বর রায়সহ অন্যান্যরা।

About admin

Check Also

বরিশালে প্রতীক পেয়েই প্রচারনায় ২২ চেয়ারম্যান প্রার্থী

প্রথম ধাপে বরিশল জেলার দুইটি উপজেলা পরিষদ নির্বাচনের দুইজন চেয়ারম্যান পদের প্রার্থীসহ চারজন তাদের মনোনয়নপত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *