Home / সারাদেশ / ইঁদুর মারার ফাঁদে কলেজ ছাত্রের মৃত্যু

ইঁদুর মারার ফাঁদে কলেজ ছাত্রের মৃত্যু

জেলার গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দণি বিজয়পুর এলাকায় নিজের তৈরি ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৪) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

তানভীর ওই এলাকার শাহ আলম হাওলাদারের ছেলে ও পার্শ্ববর্তী কালকিনি উপজেলার উত্তর রমজানপুর ড. আব্দুস সোবাহান গোলাপ পলিটেকনিক্যাল কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র ছিলেন।

নিহতের চাচাতো ভাই তানিম আহম্মেদ জানান, আমন েেত ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় সেখানে বৈদ্যুতিক ফাঁদ পাতেন তানভির।

সোমবার দিবাগত রাতে সেই ইঁদুর মারার ফাঁদের বৈদ্যুতিক লাইন চেক করার সময় অসাবধানতাবশত তানভির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকেরা তানভিরকে মৃত বলে ঘোষণা করেন।

About admin

Check Also

বরিশালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা

প্রধম ধাপে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *