Home / খেলাধুলা / বিপিএল খেলতে আসছেন শাহীন আফ্রিদি, চূড়ান্ত তার দল

বিপিএল খেলতে আসছেন শাহীন আফ্রিদি, চূড়ান্ত তার দল

বিপিএল খেলতে আসছেন শাহীন আফ্রিদি, চূড়ান্ত তার দল

বিপিএল খেলতে আসছেন শাহীন আফ্রিদি, চূড়ান্ত তার দল

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২০২৩ সালের ৫ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএলের ৯ম আসরে খেলতে আসছে পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।

সূত্রমতে জানা যায় আসছে বিপিএল খেলতে সরাসরি কুমিল্লা দলের সাথে সাইন করেছে পাকিস্তানের এই তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।

জানা যায় আসছে বিপিএলের সময়কালে পাকিস্তান দলের কোন সিরিজ না থাকায় পাকিস্তানের আরও বেশ কিছু ক্রিকেটারকে বিপিএলের এবারের আসরে দেখা যেতে পারে।

আগামী তিন আসরের সূচি চূড়ান্ত করে ফেলেছে বিসিবি।
টুডেবরিশাল এদিকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২০২৩ সালের ৫ জানুয়ারি শুরু হবে বিপিএলের ৯ম আসর আর টুর্নামেন্টের শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।

দশম আসর শুরু হবে ২০২৪ সালের ৬ জানুয়ারি এবং শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। একাদশ আসরের জন্য ২০২৫ সালের ১ জানুয়ারির দিন নির্ধারণ করেছে বিসিবি। যা শেষ হবে ১১ ফেব্রুয়ারি।

এই তিন আসরে ভেন্যু হিসেবে থাকছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। এ ছাড়া ক্রিকেটারদের পারিশ্রমিকের নিরাপত্তা বাবদ প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে দিতে হচ্ছে সাড়ে ৮ কোটি টাকা।

ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ গুনতে হবে আরও দেড় কোটি টাকা।টুডেবরিশাল সব মিলিয়ে ১০ কোটি টাকা দিতে হবে দল গঠন কিংবা আসর শুরুর দলীয় প্রস্তুতির আগেই।

মোট ১০টি ফ্র্যাঞ্চাইজি বিপিএলে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। আর সেখান থেকে ৭টি ফ্রাঞ্চাইজি মোট ৭টি দল আগামী ৩ আসরের জন্য দল পেয়েছে।

বিপিএলের দল পাওয়া ফ্রাইঞ্চাইজিগুলো:
ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড-বরিশাল
মাইন্ডট্রি লিমিটেড- খুলনা
প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড- ঢাকা

ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড- সিলেট
টগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্রুপ)- রংপুর
ডেল্টা স্পোর্টস লিমিটেড (আখতার গ্রুপ)- চট্টগ্রাম
কুমিল্লা লিজেন্ডস লিমিটেড- কুমিল্লা

তথ্যসূত্র: stories with saif (fb page)

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *