Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়য় টেলিফোন এক্সচেঞ্জ অফিসে দুর্ধর্ষ চুরি

আগৈলঝাড়য় টেলিফোন এক্সচেঞ্জ অফিসে দুর্ধর্ষ চুরি

বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরে টেলিফোন এক্সচেঞ্জ অফিসে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ধ্যায় কোম্পানীর ম্যানেজার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাংলাদেশ টেলিফোন কোম্পানী লিমিটেড (বিটিসিএল) তালাবদ্ধ অফিসে সংঘবদ্ধ চোরের দল কলাসিপল গেটের তালা এবং রুমের তালা ভেঙ্গে অফিসে প্রবেশ করে।

চোরের দল অফিসে থাকা চার সেট ব্যাটারীর মধ্যে নীচতলায় থাকা দুই সেট ব্যাটারী (২৪টি) চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। বিদ্যুৎ সরবকরাহ বন্ধ থাকলে টাওয়ারের নেটওয়ার্ক চালু রাখার জন্য এই ব্যাটারীগুলো ব্যবহৃত হতো।

জানা গেছে, সারা দেশে টেলিফোন অফিসে কোটি টাকার যন্ত্রপাতি থাকা সত্তেও ওই অফিসগুলোতে কোন নৈশ প্রহরীর পদ নেই। নৈশ প্রহরী ছাড়া সারাদেশের অফিসগুলো অরক্ষিত অবস্থায় রয়েছে। যে কোন সময় চুরিসহ বড় ধরনের কোন নাশকতার ঘটনা ঘটতে পারে বলে কর্মকর্তা-কর্মচারীরা আশংকা প্রকাশ করেছেন।

ম্যানেজার শামিম আহম্মেদ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় অপরেটর বনানী সিমলাই বাদী হয়ে বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

About admin

Check Also

আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *