Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আগৈলঝাড়ায় বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে বরিশালের আগৈলঝাড়ায় ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার প্রত্যুষে তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের সূচনা হয়। পরে উপজেলা চত্তরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধাগন ও দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ,

সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন এর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীদের সমন্বয়ে স্বাধীনতা দিবসের বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে যোগদান করেন নেতৃবৃন্দ।

সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধণা প্রদান, প্রীতি ফুটবল ম্যাচ, ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, থানা ভারপ্রাপ্ত অফিসার ইন চার্জ মো. মাজহারুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে স্বাধীনতা দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. মহিউদ্দিন আলী আজম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার।

অনুষ্ঠানে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগনসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

About admin

Check Also

ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *