Home / সারাদেশ / নারী উন্নয়ন প্রধানমন্ত্রীর অবদান: পানি সম্পদ প্রতিমন্ত্রী

নারী উন্নয়ন প্রধানমন্ত্রীর অবদান: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী চিন্তা ও সময়োপযোগী সিদ্ধান্ত বাস্তবায়নের কারণেই দেশে আজ নারী উন্নয়ন সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, জাতির পিতা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করে রাষ্ট্র ক্ষমতায় বসেছিলেন। তা তিনি পূরণ করে যেতে পারেননি। কারণ মাত্র সাড়ে তিনবছরের মাথায় ঘাতকদের হাতে নির্মমভাবে তাকে শহীদ হতে হয়েছে। তাই বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আমাদের সুযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরন করে যাচ্ছেন।

বুধবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল মহিলা পরিষদের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর যুগোপযোগী সিদ্ধান্তের কারণেই আজ আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরে নারীরা পুরুষের সমান মর্যাদা পেয়ে দক্ষতার সাথে কাজ করছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভোলার গ্যাস, পায়রা বন্দরের সমৃদ্ধ শক্তিশালী দেখতে ও দেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূণরায় শেখ হাসিনা সরকার গঠণ করতে পারলে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা আরও সমৃদ্ধশালী হবে বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

বরিশাল মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনদ্বীপ গড়াই, অতিরিক্ত পুলিশ কমিশনার শওকত আলী, কেন্দ্রীয় মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মোসলেম, সাংগঠনিক সম্পাদক উম্মে ছালমা বেগম,

প্রশিক্ষন ও গবেষনা বিষয়ক সম্পাদক রিনা আহমেদ, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক পুস্প রানী চক্রবর্তী, অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহ্ সাজেদা, নুর জাহান বেগম, পুতুল বেগম প্রমুখ। সম্মেলন শুরুর পূর্বে অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

About admin

Check Also

বরিশালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা

প্রধম ধাপে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *