Home / সারাদেশ / ১০হাজার ৪শ ১০ হেক্টর জমি চাষের লক্ষমাত্রা নিয়ে আগৈলঝাড়ায় আগাম বোরো চাষে ব্যস্ত কৃষক

১০হাজার ৪শ ১০ হেক্টর জমি চাষের লক্ষমাত্রা নিয়ে আগৈলঝাড়ায় আগাম বোরো চাষে ব্যস্ত কৃষক

বরিশাল জেলার অন্যতম শষ্য উৎপাদনকারী উপজেলা হিসেবে পরিচিত আগৈলঝাড়ায় আগাম ইরি-বোরো চাষে নেমেছে চাষীরা।

চলতি বোরো মৌসুমের শুরুতেই শীত উপেক্ষা করে বীজতলা থেকে বীজ সংগ্রহ করে বোরো ধানের চারা (বীজ) লাগাতে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ফসলের লক্ষ্যমাত্রা নির্ধিারণ করা হয়েছে ৫২হাজার ৫০মেট্ট্রিক টন চাল।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সুভাষ চন্দ্র মন্ডল জানান, চলতি বোরো মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ১০হাজার ৪শ ১০হেক্টর জমি ইরি-বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে আগাম চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩০হেক্টর জমি।

বাকী ১০হাজার ২শ ৪০হেক্টর জমিতে চাষ হবে হাইব্রীড ধান। তিনি জানান, বৈরী আবহাওয়া এবং কীটপতঙ্গর আক্রমন কম হলে এবছরও ফসলের বাম্পার ফলনের সম্ভাবনা আছে।

About admin

Check Also

বরিশালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা

প্রধম ধাপে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *