Breaking News
Home / সারাদেশ / ১০হাজার ৪শ ১০ হেক্টর জমি চাষের লক্ষমাত্রা নিয়ে আগৈলঝাড়ায় আগাম বোরো চাষে ব্যস্ত কৃষক

১০হাজার ৪শ ১০ হেক্টর জমি চাষের লক্ষমাত্রা নিয়ে আগৈলঝাড়ায় আগাম বোরো চাষে ব্যস্ত কৃষক

বরিশাল জেলার অন্যতম শষ্য উৎপাদনকারী উপজেলা হিসেবে পরিচিত আগৈলঝাড়ায় আগাম ইরি-বোরো চাষে নেমেছে চাষীরা।

চলতি বোরো মৌসুমের শুরুতেই শীত উপেক্ষা করে বীজতলা থেকে বীজ সংগ্রহ করে বোরো ধানের চারা (বীজ) লাগাতে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ফসলের লক্ষ্যমাত্রা নির্ধিারণ করা হয়েছে ৫২হাজার ৫০মেট্ট্রিক টন চাল।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সুভাষ চন্দ্র মন্ডল জানান, চলতি বোরো মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ১০হাজার ৪শ ১০হেক্টর জমি ইরি-বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এরমধ্যে আগাম চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩০হেক্টর জমি। তবে আগাম চাষ বেড়েছে অনেক বেশী। বাকী ১০হাজার ২শ ৪০হেক্টর জমিতে চাষ হবে হাইব্রীড ধান।

তিনি জানান, বৈরী আবহাওয়া এবং কীট পতঙ্গর আক্রমন কম হলে এবছরও ফসলের বাম্পার ফলনের সম্ভাবনা আছে।

About admin

Check Also

উজিরপুরে টিএসসি’র স্থান নির্ধারণে জটিলতা, সংবাদ সম্মেলন ও মিছিল

কর্ম যুবকদের দেশ-বিদেশে চাকরির বাজারে চাহিদার চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, দরিদ্র জনগোষ্ঠীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *