Home / সারাদেশ / আগৈলঝাড়ায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

আগৈলঝাড়ায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুণরায় দলীয় কার্যালয়ে শেষ হয়।

দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের পটভুমির উপর বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার, বাগধা উইনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, যুবলীগের সহ-সভাপতি আবদুল্লাহ লিটন।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

About admin

Check Also

বঙ্গবন্ধু ধান-১০০ ধান চাষে কৃষকের মাঝে সাড়া

চলতি বোরো মৌসুমে বরিশালে প্রথমবার বঙ্গবন্ধু ধান-১০০ আবাদ করেই কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তুলনামূলক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *