Breaking News
Home / সারাদেশ / ডিজিটাল নথির যুগে প্রবেশ করলো ববি

ডিজিটাল নথির যুগে প্রবেশ করলো ববি

ডি-নথি বা ডিজিটাল নথির যুগে প্রবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের নয়টি দপ্তরে এ ডিজিটাল নথি কার্যক্রম পরিচালিত হবে। ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর ও বিভাগগুলোকে এ কার্যক্রমের আওতাভূক্ত করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ববি থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় এ তথ্যা জানানো হয়েছে।

সূত্রমতে, দেশের সকল সরকারি প্রতিষ্ঠানগুলোকে সরকারিভাবে ডিজিটালাইজেশন যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডি-নথি বা ডিজিটাল নথি ব্যবস্থাপনা।

ডি-নথির উদ্দেশ্য হচ্ছে, দেশের সরকারি কর্মকর্তাদের বৃহত্তর অংশকে সংযুক্ত করে রিয়েল-টাইম সিদ্ধান্ত গ্রহণ এবং সরকারি অফিসগুলোর কার্যক্রম পরিচালনার জন্য ই-গভর্নেন্সের মাধ্যমে সমাধান প্রদান করা। পাশাপাশি দেশজুড়ে অফিসসমূহে “কাগজবিহীন” কার্যক্রম পরিচালনা করা।

সূত্রে আরও জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডি-নথি বাস্তবায়ন কমিটির আয়োজনে ২১ মার্চ প্রশিণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ববি’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। কোর্স পরিচালক ছিলেন রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়, ট্রেজারারের কার্যালয়, রেজিস্ট্রারের কার্যালয়, অর্থ ও হিসাব পরিচালকের কার্যালয়, পরিকল্পনা ও উন্নয়ন অফিস, পরীা নিয়ন্ত্রকের কার্যালয়, প্রকৌশল দপ্তর, নেটওয়ার্কিং এন্ড আইটি দপ্তর এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের ৩০ জন সিনিয়র কর্মকর্তা অংশগ্রহণ করেন।

About admin

Check Also

আগৈলঝাড়ায় সুদি ব্যবসায়ির কাছে জিম্মি হয়ে পরেছে দিন মজুরের পরিবার

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সুদি ব্যবসায়ির কাছে জিম্মি হয়ে পরেছে অসহায় একটি দিনমজুর পরিবার। বিশ হাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *