Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় স্বাধীনতা দিবসে ১৬ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

আগৈলঝাড়ায় স্বাধীনতা দিবসে ১৬ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধণা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবধনণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার। সংবর্ধনা অনুষ্ঠানে জনপ্রতিনিধি, পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ’৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানীদের সাথে সন্মুখ যুদ্ধে উপজেলায় মুক্তিকামী ১৬জন বীর যোদ্ধা শহীদ হন। ওই সকল শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা ও বিশেষ সন্মাননা প্রদান করে প্রশাসন।

প্রশাসনের সংবর্ধনাপ্রাপ্ত শহীদ পরিবারগুলো হলো- দক্ষিণ গৈলা গ্রারে সিপাহী শহীদ আলাউদ্দিন, ওই গ্রামের শহীদ নুরুল ইসলাম হাওলাদার, মধ্য শিহিপাশা গ্রামের শহীদ আ. মান্নান মোল্লা (লাশ পাওয়া যায়নি), সেরাল গ্রামের শহীদ সিরাজুল ইসলাম (লাশ পাওয়া যায়নি), ভালুকশী গ্রামের শহীদ আব্দুল মান্নান খান,

বাশাইল গ্রামের শহীদ গোলাম মাওলা, ছোট বাশাইল গ্রামের শহীদ সেকেন্দার আলী বেপারী (লাশ পাওয়া যায়নি), বাশাইল গ্রামের শহীদ আব্দুল আজিজ শিকদার (লাশ পাওয়া যায়নি), বসুন্ডা গ্রামের শহীদ আব্দুল হক হাওলাদার, চেংগুটিয়া গ্রামের শহীদ আমীর আলী খান (লাশ পাওয়া যায়নি), পয়সা গ্রামের শহীদ সামসুল হক (লাশ পাওয়া যায়নি),

ফুল্লশ্রী গ্রামের শহীদ মুনসুর আহমেদ (লাশ পাওয়া যায়নি), চাঁদত্রিশিরা গ্রামের শহীদ তৈয়ব আলী বক্তিয়ার, বেলুহার গ্রামের শহীদ কাজী আব্দুস সালাম (লাশ পাওয়া যায়নি), রত্নপুর গ্রামের শহীদ ফজলুল হক হাওলাদার (লাশ পাওয়া যায়নি), বরিয়ালী গ্রামের শহীদ বিডিআর মহসীন আলী।

About admin

Check Also

আগৈলঝাড়ায় সুদি ব্যবসায়ির কাছে জিম্মি হয়ে পরেছে দিন মজুরের পরিবার

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সুদি ব্যবসায়ির কাছে জিম্মি হয়ে পরেছে অসহায় একটি দিনমজুর পরিবার। বিশ হাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *