Breaking News
Home / সারাদেশ / আলোকিত পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে পথশিশুদের মাঝে খাবার বিতরণ

আলোকিত পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে পথশিশুদের মাঝে খাবার বিতরণ

আলোকিত পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে পথশিশুদের মাঝে খাবার বিতরণ

এসো হাতে হাত মিলাই, অসহায়দের পাশে দাঁড়াই!
এই মুলমন্ত্রে উজ্জীবিত হয়ে ১৪-ই ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে, আলোকিত পরিবার ফাউন্ডেশন (SSC ব্যাচ 2013) এর

উদ্যোগে ২০০ পথশিশুর ও অসহায় দের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে আয়োজিত প্রজেক্টঃ “একমুঠো হাসি” সফল ভাবে সম্পন্ন হয়েছে।

গৌরনদী থেকে যাত্রা করে মাদারীপুর লেকপার্কে গিয়ে শেষ হয় এই কার্যক্রম। এরই মাঝে যেসব পথশিশু রয়েছে তাদের তাদের হাতে তুলে দেওয়া হয় খাবার।

উল্লেখ্য এই প্রজেক্ট এর অংশ হিসেবে জেলা সদর জামে’য় মসজিদ কমপ্লেক্স মাদ্রাসা (নতুন শহর মাদারীপুর) এর ৫০ জন ছাত্রের মধ্যেও খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আলোকিত পরিবার ফাউন্ডেশন (SSC ব্যাচ 2013) এর পরিচালনা কমিটির সম্মানিত সদস্য লিয়া আক্তার, মরিয়ম আক্তার, ইবাদুল, সাদ্দাম, তাকবির ও চিন্ময়।

বিশেষ পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব (GBDC) এর সম্মানিত প্রচার সম্পাদক জনাব ইমরান ইবনে আমিন। এ বিষয়ে APF এর সদস্য ইবাদুল ইসলাম জানান করোনার এই মহামারিতে পথশিশুরা দুর্বিষহ, অবহেলায়, অযত্নে জীবন-যাপন করছে।

তাদের এই দুর্বিষহ জীবনের মাঝে একটুখানি ভালোবাসার পরশ ছড়িয়ে দিতেই আমাদের আজকের এই আয়োজন। এবং সমাজের বিত্তবানদেরও এদের পাশে এসে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।

About admin

Check Also

সাংবাদিকদের ওপর হামলালাকারী ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথমধাপের বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে সংবাদ সংগ্রহে গিয়ে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *