Breaking News
Home / অন্যান্য / বীর মুক্তিযো’দ্ধাদের ভাতা ২০ হাজারে উন্নীত হচ্ছে

বীর মুক্তিযো’দ্ধাদের ভাতা ২০ হাজারে উন্নীত হচ্ছে

বীর মুক্তিযো’দ্ধাদের ভাতা ২০ হাজারে উন্নীত হচ্ছে

বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃ’তি মিলনায়তনে ইলেক’ট্রনিক পদ্ধতিতে বীর মুক্তিযো’দ্ধাদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি৷ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারে’ন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘সব মুক্তিযো’দ্ধার ভাতা ২০ হাজার করে দেয়ার কথা বলেছি। তবে বীরশ্রেষ্ঠ ও বীর উত্তম ছাড়া, তাদের বিষয়টি ভিন্ন।’ একইভাবে শহীদ মুক্তিযো’দ্ধা পরিবারের ভাতাও এমন সমান একটা অ’ঙ্কে ঠিক করে দেয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয় ও জামুকা মিলে এটি করবে।’

তিনি আরও বলেন, ‘বীর মুক্তিযো’দ্ধা অনেকের ঘরবাড়ি নেই। তাদের ঘরবাড়ি করে দিচ্ছি। যাদের ত্যাগে দেশ পেলাম, সেই মুক্তিযো’দ্ধাদের ঘরবাড়ি থাকবে না, আমি ক্ষ’মতায় থাকতে এটা হতে পারে না।’

এ সময় বি’ত্তবানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযো’দ্ধারা দেশ স্বাধীন না করলে বি’ত্তশালী হতে পারতেন না। মুক্তিযো’দ্ধাদের ভালো রাখার জন্য অন্তত আপনারা তাদের পাশে দাঁড়ান। আমিও সরকারিভাবে আমার করণীয় যেটা করছি, করব।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আজকে আমরা বিজয়ী জাতি হিসেবে সারাবিশ্বে সম্মান অর্জন করেছি। মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছি। এজন্য আমাদের অনেক নেতাকর্মীর জীবন বিস’র্জন দিতে হয়েছে৷ আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।’

তিনি বলেন, ‘২১ বছর পর আমরা ক্ষ’মতায় এসে মুক্তিযো’দ্ধাদের সম্মান দেয়ার উদ্যোগ নিই। তাদের সম্মানী ভাতাসহ নানা সুযোগ-সুবিধা দিয়েছি। তাদের সুন্দর জীবন যাপনের ব্যবস্থা করে দিয়েছি। সন্তানদের চাকরি নিশ্চিত করেছি। এখন ভাতা যাতে ডিজিটাল পদ্ধতিতে সহজে পান সে ব্যবস্থাও নিয়েছি। আজকে এটির উদ্বোধন হচ্ছে।’

১৫ আগ’স্টের হ’ত্যাকা’ণ্ডের পর পর বাংলাদেশের মুক্তিযু’দ্ধের চেতনা ন’স্যাৎ করা হয়। দেশের মানুষের আকা’ঙ্খা অপূর্ণ থেকে যায়। সংবিধান ল’ঙ্ঘন করে অবৈ’ধভাবে ক্ষ’মতা দখলের প্রতিযোগিতা শুরু হয়। জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নেয়া হয়।

তিনি বলেন, আজ ১৫ ফেব্রুয়ারি। এদিন সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করে ভোট করে খালেদা জিয়া। ২ শতাংশ ভোটও পড়েনি কিন্তু তিনি নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে বসেন।

এটি বাংলাদেশের ইতিহাসে একটি কল’ঙ্কজনক অধ্যায়। যদিও গণ আন্দোলনের মুখে পদত্যা’গ করে ভোট দিতে বাধ্য হয়। এতে অনেক মানুষকে জীবন দিতে হয়েছে। আমাদের দলের অনেক নেতাকর্মীরও জীবন দিতে হয়েছে।

এ সময় কুড়িগ্রাম, গাজীপুর, মৌলভীবাজার, খুলনা, চাঁদপুরসহ বিভিন্ন জেলার উপজেলা থেকে মুক্তিযো’দ্ধারা ভিডিও কনফারে’ন্সে যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানে মুক্তিযু’দ্ধ বিষয়ক ম’ন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানম’ন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন, মুক্তিযু’দ্ধ সচিবসহ সংশ্লি’ষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন

সুত্রঃ jagonews24

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *