Home / সারাদেশ / আগৈলঝাড়ায় এমপি হাসানাত আব্দুল্লাহ’র উদ্দ্যেগে ১৬শ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

আগৈলঝাড়ায় এমপি হাসানাত আব্দুল্লাহ’র উদ্দ্যেগে ১৬শ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

আগৈলঝাড়ায় এমপি হাসানাত আব্দুল্লাহ’র উদ্দ্যেগে ১৬শ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

বরিশালের আগৈলঝাড়ায় ম’হামা’রি করোনা ভাই’রাসের প্রা’দুর্ভাব বৃ’দ্ধি ও লকডাউনে কর্মহীন হয়ে পরা দরিদ্র ১৬শ পরিবারের মাঝে এমপি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্’র নিজস্ব তহবিল থেকে পাঁচ ইউনিয়নে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে৷

রবিবার সকালে উপজেলার ৫টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নের ৩শত করে মোট ১৫শত কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের মাধ্যমে ১শ প্যাকেট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসেন,

উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার. বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু প্রমূখ।

এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাস বৃদ্ধির কারনে সরকার থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করায় কর্মহীন হয়ে পরা দরিদ্র লোকজনের মাঝে স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ নিজস্ব তহবিল থেকে

প্রতিটি ইউনিয়নে ৩শত কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হবে। রোববার সকালে গৈলা ইউনিয়নে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে বাকাল, বাগধা, রাজিহার ও রত্নপুর ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

প্রতিজন কর্মহীন মানুষ ১০ কেজি চাল,৫ কেজি আলু,১ কেজি চিনি, ১কেজি ছোলা বুড,১কেজি চিড়া ও ১কেজি ডাল বিতরণ করা হয়। রমজান মাসে এই খাদ্য সামগ্রী পেয়ে যাতে তাদের কিছুটা উপকার হয় সেই জন্য স্থানীয় এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ্ নিজস্ব তহবিল থেকে এই খাদ্য সহায়তা প্রদান করেন।

About admin

Check Also

বঙ্গবন্ধু ধান-১০০ ধান চাষে কৃষকের মাঝে সাড়া

চলতি বোরো মৌসুমে বরিশালে প্রথমবার বঙ্গবন্ধু ধান-১০০ আবাদ করেই কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তুলনামূলক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *