Breaking News
Home / সারাদেশ / কুয়াকাটায় উ’দ্ধা’র ছাত্রীর লা’শ আগৈলঝাড়ার ঈশিতার

কুয়াকাটায় উ’দ্ধা’র ছাত্রীর লা’শ আগৈলঝাড়ার ঈশিতার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ সাগর কন্যা কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে উ’দ্ধা’রকৃত অজ্ঞাতনামা তরু’ণীর লা’শের পরিচয় পাওয়া গেছে। নি’হতের নাম ইশিতা কর (১৭)। ইশিতা বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের নিপুল করের মেয়ে ও কালকিনির ডাসার সরকারী শেখ হাসিনা উইমেন্স কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিলো।

বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া থানার ওসি মোঃ আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যশোর জেলার কেশবপুর উপজেলা সদরের বাসিন্দা ড্রেজার চালক আব্দুর রাজ্জাক সরদার (৩৩) কলেজ ছাত্রীকে প্রেমের ফাঁ’দে ফেলে কুয়াকাটার হলিডে ইন নামের একটি আবাসিক হোটেলে নিয়ে সম্ভবত ধ’র্ষ’ণের পর হ’ত্যা করে পালিয়ে যায়। তাকে গ্রে’ফ’তারের জন্য পুলিশের অভি’যান চলছে। ওসি আরও জানান, গত ২৯ ফেব্রুয়ারী সকালে কলেজে পরীক্ষা দিতে গিয়ে ইশিতা কর রহ’স্যজনক নি’খোঁ’জ হন।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, নি’হত তরুণীর মোবাইল ফোনের কললিষ্টের সূত্র ধরে গৌরনদী ও মহিপুর থানা পুলিশ বুধবার গৌরনদীর চাঁদশী গ্রামে ত’দ’ন্তে যান। সেখান গিয়ে নি’হতের ছবি দেখানোর পর জানতে পারেন নি’হতের বাড়ি আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে। সে ওই গ্রামের নিপুল করের কন্যা ইশিতা কর। পরবর্তীতে নিপুল করের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে তাকে ফোন দিয়ে গৌরনদী মডেল থানায় আসতে বলেন। নিপুলসহ তার স্বজনরা বুধবার সন্ধায় গৌরনদী মডেল থানায় আসার পর তাদেরকে উ’দ্ধা’রকৃত তরুণীর লা’শের ছবি দেখানো হয়। ছবি দেখে স্বজনরা ইশিতাকে শনাক্ত করেন।
মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, গত ২৯ ফেব্রুয়ারি কুয়াকাটার হলিডে ইন নামের আবাসিক হোটেলের ১০৮ নম্বর কে স্বামী ও স্ত্রী পরিচয়ে ওই তরুণী ও এক যুবক রুম ভাড়া করে। এসময় হোটেল রেজিস্টারে যুবক তার ভূয়া ঠিকানা ব্যবহার করে। ওসি আরও জানান, আবাসিক হোটেল থেকে গত ৩ মার্চ সকালে লা’শ উ’দ্ধারের পর প্রাথমিকভাবে পুলিশ বাদি হয়ে ইউডি মামলা করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন। পরে নি’হত তরুনীর বাবা মহিপুর থানায় পৌঁছার পর আব্দুর রাজ্জাক সরদারকে আ’সামি করে বৃহস্পতিবার দুপুরে হ’ত্যা মা’মলা দায়ের করেছেন।

About admin

Check Also

আগৈলঝাড়ায় সুদি ব্যবসায়ির কাছে জিম্মি হয়ে পরেছে দিন মজুরের পরিবার

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সুদি ব্যবসায়ির কাছে জিম্মি হয়ে পরেছে অসহায় একটি দিনমজুর পরিবার। বিশ হাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *