Home / সারাদেশ / ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর উদ্বোধন আগৈলঝাড়ায় ১৫টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর উদ্বোধন আগৈলঝাড়ায় ১৫টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর

মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর অঙ্গিকার ও ঘোষণা অনুযায়ি রবিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধান মন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ১লাখ ৯০হাজার টাকা ব্যয় সাপেক্ষ দুই কক্ষ বিশিষ্ট টিনশেড পাকা বাড়ির চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গৃহহীনদের উপহার হিসেবে প্রধানমন্ত্রীর পাকা বাড়ি উদ্বোধনের ধারাবাহিতকায় বরিশালের আগৈলঝাড়ায় দ্বিতীয় পর্যায়ে ১৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নতুন টিনশেড পাকা ঘরের চাবি হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার কর্মকর্তাসহ সর্বসাধারনের জন্য গণভবন থেকে সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শণের ব্যবস্থা করা হয়।

প্রকল্প বাস্তবায়ন কমিটিরি সচিব ও আগৈলঝাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসাইন জানান, প্রধান মন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ১লাখ ৯০ হাজার টাকা ব্যয় সাপেক্ষ দুই ক বিশিষ্ট পাকা বসত ঘর, বারান্দা, বাথরুম ও রান্নাঘরসহ সকল ধরনের সুযোগ-সুবিধা থাকছে উদ্বোধন করা এই প্রকল্পের বসত ঘরে।

এর আগে প্রথম পর্যায়ে ১লাখ ৭১হাজার টাকা ব্যয় সাপেক্ষ আগৈলঝাড়া উপজেলায় ৩৬টি ঘর চলতি বছর ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন।
তিনি আরও জানান, বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের অতিদরিদ্র মৃত মনোজ মধুর অনাথ মেয়ে শারিরীক প্রতিবন্ধী মনিষা মধুকে সাত বছর আগে থেকেই ইউনিয়ন পরিষদ থেকে সার্বিক সহযোগিতা করে আসলেও মনিষা একটি পলিথিনে মোড়ানো ঘরে অমানবিকভাবে বসবাস করে আসছিলো।

মনিষার দুঃখ দুর্দশর কথা শুনে মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র নির্দেশে বাকাল ইউপি চেয়াম্যান বিপুল দাস মনিষা মধুর জন্য নিজস্ব অর্থায়নে পাকা বাড়ি নির্মাণ করে দেন। যা পরবর্তিতে অগ্রাধিকার ভিত্তিতে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় তালিকাভুক্ত করেন ইউএনও মো. আবুল হাশেম।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ.আবুল হাশেম, সরকারী কর্মকর্তাগন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগন।

About admin

Check Also

বঙ্গবন্ধু ধান-১০০ ধান চাষে কৃষকের মাঝে সাড়া

চলতি বোরো মৌসুমে বরিশালে প্রথমবার বঙ্গবন্ধু ধান-১০০ আবাদ করেই কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তুলনামূলক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *