Home / সারাদেশ / আগৈলঝাড়ায় শহীদ সুকান্ত আব্দুল্লাহ’র ৫০তম জন্ম বার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় শহীদ সুকান্ত আব্দুল্লাহ’র ৫০তম জন্ম বার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত

’৭৫ এর ১৫ আগষ্ট জাতির পিতার পরিবারের সাথে ঘাতকের বুলেটে শহীদ হওয়া সুকান্ত আবদুল্লাহর ৫০তম জন্ম বার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় স্মরণসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শহীদ সুকান্ত আবদুল্লাহ মন্ত্রী পদমর্যাদার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র জ্যেষ্ঠ ছেলে এবং বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের নাতী।

শহীদ সুকান্ত আবদুল্লাহর নামে প্রতিষ্ঠিত উপজেলার ‘বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের হলরুমে মঙ্গলবার সকালে কলেজ কমিটির সভাপতি মতিউর রহমান হাওলাদারের সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ হেমায়েত উদ্দিন,

উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আ. মান্নান ভুইয়াসহ সংশ্লিষ্ঠ কলেজের শিক্ষকমন্ডলী।

আলোচনা সভা শেষে শহীদ সুকান্ত আব্দুল্লাহ’র রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা নুর হোসেন।

About admin

Check Also

বঙ্গবন্ধু ধান-১০০ ধান চাষে কৃষকের মাঝে সাড়া

চলতি বোরো মৌসুমে বরিশালে প্রথমবার বঙ্গবন্ধু ধান-১০০ আবাদ করেই কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তুলনামূলক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *