Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহ’র স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহ’র স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ,

কেন্দ্রীয় কৃষকলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও এফবিসিআইসি’র পরিচালক সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ ও বরিশাল জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র মাতা,

৭৫এর ১৫ আগষ্ট কালো রাতের প্রত্যদর্শী, শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ আছর উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই উইনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম সভাপতিত্বে দোয়া ও মিলাদ পূর্ব স্মরণ সভায় স্মৃতিচারণ করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক ও গৈলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হেদায়েত উল্লাহ।

স্মরণ সভা ও দোয়া মিলাদে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, শাহ আলম মতি, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার মোল্লা, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়,

সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, আওয়ামীলীগ নেতা তারক চন্দ্র দে, শফিকুল ইসলাম সকুল, ফরহাদ তালুকদার, নিখিল সমদ্দার, উজ্জল লাহেড়ী, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার,

বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকসহ ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রসংগত,

গত বছর ৭জুন রাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন।

About admin

Check Also

বরিশালে প্রতীক পেয়েই প্রচারনায় ২২ চেয়ারম্যান প্রার্থী

প্রথম ধাপে বরিশল জেলার দুইটি উপজেলা পরিষদ নির্বাচনের দুইজন চেয়ারম্যান পদের প্রার্থীসহ চারজন তাদের মনোনয়নপত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *