Home / সারাদেশ / আগৈলঝাড়ায় নতুন করে ৫ জনের করোনা শনাক্ত মোট আক্রান্তর সংখ্যা ১৭৬জন

আগৈলঝাড়ায় নতুন করে ৫ জনের করোনা শনাক্ত মোট আক্রান্তর সংখ্যা ১৭৬জন

বরিশালের আগৈলঝাড়ায় গত ২৪ঘন্টায় থানা পুলিশের দুই সদস্যসহ নতুন করে ৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা পুলিশ হাসপাতাল ও তাদের নিজ বাড়িতে আইস্যুলশনের মাধ্যমে চিকিৎসা গ্রহন করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএএফপিও) ডা. বখতিয়ার আল মামুন শনিবার দুপুরে জানান, হাসপাতালে স্থাপিত জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে গত ২৪ঘন্টায় ১২জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫জন করোনা ভাইরাসে আক্রান্তর ফলাফল পাওয়া গেছে।

আক্রান্তরা হলেন থানা পুলিশের সদস্য মো. জহিরুল ইসলাম, আব্দুর রহমান, হাসপাতালের ট্রেনিং সেন্টার (নিপোর্ট) এর ষ্ঠাফের ছেলে রেশাদ, উজিরপুরের সাতলা গ্রামের একজন ও গৌরনদী উপজেলার একজনসহ মোট ৫জন।

অন্য উপজেলার আক্রান্তদের ব্যাপারে তাদের উপজেলায় বার্তা দেয়া হয়েছে, সেখানের প্রশাসন তাদের ব্যবস্থা নেবেন। এছাড়া আক্রান্ত থানা পুলিশ সদস্য জহিরুল ইসলাম শনিবারই বরিশাল পুলিশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করছেন। অন্য আক্রান্তরা তাদের বাসায় আইস্যুলেশনে থেকে চিকিৎসা গ্রহন করছেন বলেও জানান ডা. বখতিয়ার আল মামুন।

আগে বৃহস্পতিবার (২৪ জুন) মোট ৭ জনের করোনা আক্রান্তর খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ঠ প্রশাসন। উপজেলায় সর্বমোট ১৭৬ জনের করোনা আক্রান্তর খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ঠ প্রশাসন।

About admin

Check Also

বরিশালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা

প্রধম ধাপে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *