Home / সারাদেশ / গৌরনদীতে স্বাস্থ্য বিধি উপেক্ষায় জরিমানা

গৌরনদীতে স্বাস্থ্য বিধি উপেক্ষায় জরিমানা

মহামারী করোনাভাইরাসের মধ্যে বিয়ের আয়োজন ও খাবার হোটেলে স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় বরিশালের গৌরনদীতে চার হাজার পাঁচ’শ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের ঝর্ণা বেগম এর মেয়ের বিয়ের অনুষ্ঠানে ও গৌরনদী বাসষ্ট্যান্ডে একটি খাবার হোটেলে এ অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস।

এসময় বিয়ে অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় কনের মাকে দুই হাজার ও হোটেলে এক হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই খায়রুল হোসেন।

অপর দিকে মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদী পৌর এলাকার বড়কসবা মহল্লার এনামুল হক খানের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এ অভিযান চালানো হয়। এসময় বিয়ে অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় কনের পিতাকে

এক হাজার পাঁচশ’ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই কামরুজ্জামান।

About admin

Check Also

বঙ্গবন্ধু ধান-১০০ ধান চাষে কৃষকের মাঝে সাড়া

চলতি বোরো মৌসুমে বরিশালে প্রথমবার বঙ্গবন্ধু ধান-১০০ আবাদ করেই কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তুলনামূলক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *