Home / সারাদেশ / বরিশালে করোনায় মৃ’ত্যু ১৮, শনাক্ত ৭৪০ জন

বরিশালে করোনায় মৃ’ত্যু ১৮, শনাক্ত ৭৪০ জন

গত ২৪ ঘন্টায় নতুন করে বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে ১৮ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৭৪০ জনের।

মঙ্গলবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত প্রতিবেদনে জানা গেছে, শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ১৪ জন মারা গেছেন।

তাদের মধ্যে করোনায় তিনজন এবং বাকি ১১ জনের উপসর্গ ছিলো। এছাড়া মৃত বাকি চারজনের মধ্যে বিভাগের পটুয়াখালী ও বরগুনায় দুইজন করে রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদবে কুমার দাস জানান, সবমিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৪ জনে।

অপরদিকে নতুন আক্রান্ত ৭৪০ জন নিয়ে বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৬৭ জনে। এরমধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭১১ জন।

নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় ২৪৫ জন, পটুয়াখালীতে ১৭৯ জন, ভোলায় ১৬৫ জন, পিরোজপুরে ৬৩ জন, বরগুনায় ৪৬ জন ও ঝালকাঠিতে ৪২ জন।

About admin

Check Also

বঙ্গবন্ধু ধান-১০০ ধান চাষে কৃষকের মাঝে সাড়া

চলতি বোরো মৌসুমে বরিশালে প্রথমবার বঙ্গবন্ধু ধান-১০০ আবাদ করেই কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তুলনামূলক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *