Breaking News
Home / সারাদেশ / বরিশালে ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে

বরিশালে ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে

জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় ক্যাম্পেইনের মাধ্যমে লক্ষ্যমাত্রা চেয়ে ১৩ হাজার ৫৪৮ জনকে বেশি করোনার প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে। তারপরেও অনলাইনে আবেদন করা সত্বেও প্রথম সারির অনেকেই এখন পর্যন্ত টিকা পাননি।

তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, জেলার ১০ উপজেলায় লক্ষ্যমাত্রা ছিলো ৫২ হাজার দুইশ’।

সেখানে টিকা দেওয়া হয়েছে ৫৬ হাজার ২১৮ জনকে। একইভাবে সিটি কর্পোরেশন এলাকায় ল্যমাত্রা ছিল ১৮ হাজার। সেখানে দেওয়া হয়েছে ১৯ হাজার ৫৩০ জনকে।

সিভিল সার্জন আরও বলেন, জেলার দশটি উপজেলায় ৮৭টি ইউনিয়নের ৮৭টি কেন্দ্রের ২৬১টি বুথে চলেছে টিকা ক্যাম্পেইন।

এসব ক্যাম্পে লক্ষ্যমাত্রার চেয়ে চার হাজার ১৮ জনকে বেশি টিকা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে নিবন্ধনকৃত যাদের তারিখ পরেছে তাদের টিকা দেওয়া চলমান রয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডের ৬৪টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে। এসব কেন্দ্রে টিকা প্রদানের লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ৫৩০ জনকে বেশি টিকা দেওয়া হয়েছে।

অপরদিকে একাধিক শিক্ষকরা বলেন, তারা করোনার প্রতিষেধক টিকা গ্রহণের জন্য অনলাইনে আবেদন করা সবত্বেও এখন পর্যন্ত টিকা দেওয়ার ম্যাসেজ পাননি।

About admin

Check Also

আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *