Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় মাধ্যমিক ও প্রাথমিকের বই সংকট নতুন বছরের প্রথম দিন বই পাবেনা শিক্ষার্থীরা

আগৈলঝাড়ায় মাধ্যমিক ও প্রাথমিকের বই সংকট নতুন বছরের প্রথম দিন বই পাবেনা শিক্ষার্থীরা

নতুন বছরের প্রথম দিনে এবছর নতুন বই পাবে না বরিশালের আগৈলঝাড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মাধ্যমিক স্তরের অর্ধেক শিক্ষার্থীরাও পাবে না নতুন বই। নতুন বই না পাওয়ার আশকাংয় রয়েছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।

সংশ্লিষ্ঠ অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ে ২২হাজার ২শ ৩৬সেট নতুন বইয়ের চাহিদার বিপরীতে পাওয়া গেছে প্রায় ৪ হাজার সেট বই।

এর মধ্যে প্রাক প্রাথমিকে ৩ হাজার ৭শ সেট বইয়ের মধ্যে সব বই এসে পৌছেছে। প্রথম শ্রেণির ৩হাজার ৬শ ৮০ সেট চাহিদার বিপরতীতে শুধু মাত্র বাংলা ও ইংরেজী বই আসলেও গনিতের কোন বই পাওয়া যায়নি।

দ্বিতীয় শ্রেণির ৩হাজার ৭শ ৭৬ সেট চাহিদার বিপরতীতে শুধু মাত্র ইংরেজী বই পাওয়া গেলেও অন্যন্য বিষয়ের কোন বই এখনও আসেনি।

তৃতীয় শ্রেনির চাহিদা ৩ হাজার ৭শ ৩০ সেট, চতুর্থ শ্রেণির চাহিদা ৩হাজার ৮শ ৫০সেট ও পঞ্চম শ্রেনীর চাহিদা ৩ হাজার ৫শ সেট বইয়ের মধ্যে কোন একপিচ বইও এসে পৌছায়নি প্রাথমিক শিক্ষা অফিসে।

অপরদিকে ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ে ১৩হাজার ৬শ সেট নতুন বইয়ের চাহিদার বিপরীতে পাওয়া গেছে ৮হাজার ৫শ ৫০সেট বই। এর মধ্যে ষষ্ঠ শ্রেণির চাহিদা ৩ হাজার ৫শ সেট বইয়ের মধ্যে সব বই পাওয়া গেছে।

সপ্তম শ্রেণির চাহিদা ৩হাজার ৩শ ৫০সেট বইয়ের মধ্যে এখনও কোন বই আসেনি। অষ্টম শ্রেণির চাহিদা ৩ হাজার ৩শ ৫০সেট বইয়ের মধ্যে সব বই পাওয়া গেছে। নবম শ্রেণির চাহিদা ৩হাজার ৫শ সেট বইয়ের মধ্যে অর্ধেক বই এসেছে। বাকী বই কবে আসবে তা নিশ্চিত করে বলতে পারেনি শিক্ষা অফিস।

এ ব্যপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত সাংবাদিকদের বলেন, তিনি আশা করছেন যে ঠিকাদারী প্রতিষ্ঠান ১ জানুয়ারীর পূর্বেই বাকী সকল বই পৌঁছে দিবেন।

About admin

Check Also

আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১

বরিশালের আগৈলঝাড়ায় ফ্রেস কোম্পানীর কোমল পানীয় পরিবহনকারী পিক আপ এর ধাক্কায় একজন নিহত হয়েছে, আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *