Breaking News
Home / সারাদেশ / বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচি

বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচি

বামগণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচি চলাকালীন অনুষ্ঠিত সভায় বক্তারা বলেছেন, দেশের মানুষ আজ শেখ হাসিনাকে বিশ্বাস করেনা। দেশবাসী দেখেছে ২০১৮ সালে দিনের ভোট আগেরদিন রাতে হয়েছে।

তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে তা বিশ্বাস করা যায়না। তাই একটি নির্দলীয় সরকারের অধীনে বক্তারা নির্বাচন ব্যবস্থার দাবী করেন।

বৃহস্পতিবার সকালে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে অবস্থান কর্মসূচি চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় বক্তারা এসব কথা বলেছেন।

কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিপ্লবী বাংলাদেশ কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক জলিলুর রহমান,

জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বাসদের জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, অধ্যাপক আজিজুর রহমান খোকন, শহিদুল ইসলাম প্রমুখ। সবশেষে মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

About admin

Check Also

বরিশালে নারী শ্রমিককে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ২

সদর উপজেলার রায়াপাশা-কড়াপুর ইউনিয়নের এক নারী শ্রমিককে (২২) বাসার সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *