Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় ১৬শ ৫০ প্রান্তিক চাষী পরিবার পেল সরকারের বিনামূল্যের বীজ ও সার

আগৈলঝাড়ায় ১৬শ ৫০ প্রান্তিক চাষী পরিবার পেল সরকারের বিনামূল্যের বীজ ও সার

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আসন্ন রবি মৌসুমের সরকারী প্রনোদনা ও পুণঃর্বাসন কর্মসূচি ২০২-২০২৪ এর আওতায় উপজেলার ১৬শ ৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারের মধ্যে সরকারের বিনামূল্যে বিভিন্ন খাদ্য শষ্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকালে কৃষি অফিস প্রশিক্ষণ হল রুমে আসন্ন রবি মৌসুমে কৃষি অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচীর আওতায় সরকারের বিনামূল্যের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে আমামা বানিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চোরম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার পিযুষ রায়। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর বসু, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার,

বরিশাল জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমনী কান্ত সরকারসহ অন্যান্য কর্মকর্তাগন।

অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৬শ ৫০জন চাষীকে ১কেজি সরিষা ও ১৫কেজি এমওপি এবং ড্যাপ সার, ১০কেজি গম ও ২০কেজি এমওপি এবং ড্যাপ সার, ১কেজি সূর্য্যমুখী ও ১৫কেজি এমওপি এবং ড্যাপ সার,

৫কেজি মুগডাল ও ১৫কেজি এমওপি এবং ড্যাপ সার, ৫কেজি মশুর ডাল বীজ এবং ১৫ কেজি সার, ৬কেজি খেসারী বীজ ও ১৫কেজি করে এমওপি এবং ড্যাপ সার বিতরন করা হয়েছে। পরে অতিথীরা জাতীয় ইঁদুর নিধন কার্যক্রমের উদ্বোধন করেন।

About admin

Check Also

আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১

বরিশালের আগৈলঝাড়ায় ফ্রেস কোম্পানীর কোমল পানীয় পরিবহনকারী পিক আপ এর ধাক্কায় একজন নিহত হয়েছে, আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *