Breaking News
Home / সারাদেশ / আ’ত্মহ’ত্যা নয়, খু’ন করা হয়েছে সুশান্তকে- সুব্রহ্মণ্যম স্বামী

আ’ত্মহ’ত্যা নয়, খু’ন করা হয়েছে সুশান্তকে- সুব্রহ্মণ্যম স্বামী

আ’ত্মহ’ত্যা নয়, খু’ন করা হয়েছে সুশান্তকে- সুব্রহ্মণ্যম স্বামী

সুশান্ত আ’ত্মহ’ত্য করেনি, ওকে খু’নই করা হয়েছে। এমনটাই মনে করেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যাম স্বামী। তবে কেন তিনি এমনটা মনে করছেন, তার সপেক্ষে ২৬টি বিষয় নিজেই টুইটারে তুলে ধরেছেন সুব্রহ্মণ্যম স্বামী।

সুশান্তকে খু’ন করা হয়েছেই বলেই কেন তিনি ভাবছেন, সেবিষয়ে যে ২৬টি বিষয় সুব্রহ্মণ্যম স্বামী তুলে ধরেছেন, তারমধ্যে রয়েছে,
১) সুশান্তের ঘর থেকে অ্যা’ন্টি ডিপ্রেশন ড্রা’গ পাওয়া গিয়েছে।
২) তাঁর ঘাড়ে আ’ঘাতের চিহ্ন মিলেছে।
৩) আ’ঘাতের চিহ্নের দৈর্ঘ্য
৪) মুখ থেকে জিভ বের হয়ে আসেনি।
৫) ফ্যান থেকে জামা ঝুলছিল

৬) অথচ ফ্যান থেকে যে জামাকাপড় ঝু’লছিল তার সঙ্গে শরীরে আ’ঘাতের কোনও কিছুই মিলছে না
৭) ঘরের মধ্যে কোনও টেবিল কিংবা চেয়ার বা এমন কিছু জিনস পাওয়া যায়নি যেটার মাধ্যমে আ’ত্মহ’ত্যা করা যায়
৮) ঘটনার পর সুশান্তের ঘনিষ্ঠ কিছু বন্ধুদের শরীরি ভাষা
৯) কোনও সুই’সাইড নোট মেলেনি।
১০) SSR সিম কার্ড বদল এছাড়াও আরও ১৬টি কারণ তুলে ধরেছেন সুব্র’হ্মণ্যম স্বামী।

এবং এই কারণ গুলির সপক্ষে পাশে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। প্রসঙ্গত, সুশান্তের মৃ’ত্যুর ঘটনার ত’দন্তে যাতে CBI করে তার জন্য আগে থেকেই সরব হয়েছেন সুব্র’হ্মণ্যম স্বামী। এমনকি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবিষয়ে চিঠিও লিখেছেন।

এদিকে সুশান্তের বাবা কে কে সিং যে এই ঘটনায় বিহার পুলিসের কাছে FIR দায়ের করেছেন, সেপ্রসঙ্গে বুধবারই একটি টুইট করেন সুব্র’হ্মণ্যম স্বামী। তিনি লেখেন, ”আমি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি।

ওনার প্রশংসা করতে হয় যে উনি তাঁর পুলিসকে বিষয়টি নিয়ে ত’দন্ত করার জন্য সমস্ত স্বাধীনতা দিয়েছেন। যদিও আমি চাই CBI ত’দন্ত হোক, তবে বিহার পুলিস ত’দন্ত করলেও কোনও সমস্যা নেই। সত্যিটা আর আপ’রাধীরা ধরা পড়া দরকার।

পাশাপাশি মুম্বই পুলিসকেও একহাত নিয়েছেন তিনি।প্রসঙ্গত, সুশান্তের অস্বাভাবিক মৃ’ত্যুর তদ’ন্ত যাতে CBI করে তার জন্য ইতিমধ্যেই তিনি এক আই’নজীবীকেও নিযুক্ত করেছেন। যদিও সুশান্তের পরিবারের তরফে এখনও CBI তদ’ন্তের দাবি করা হয়নি।

About admin

Check Also

আগৈলঝাড়ায় ইয়াবাসহ চার জন আটক,অর্থের বিনিময়ে তিন জনকে ছাড়

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশী অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ চারজনকে পুলিশ আটক করলেও মোটা অংকের অর্থের বিনিময়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *