Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় সরকারী খালে বি’ষ প্রয়োগে মাছ শিকার বিষা’ক্ততায় মাছ মরে এলাকায় দুর্গ’ন্ধ

আগৈলঝাড়ায় সরকারী খালে বি’ষ প্রয়োগে মাছ শিকার বিষা’ক্ততায় মাছ মরে এলাকায় দুর্গ’ন্ধ

বরিশালের আগৈলঝাড়ায় সরকারী খালে বি’ষ প্রয়োগ করে মাছ শিকার করার কারণে ওই খালের দেশী প্রজাতির সকল মাছ ম’রে ভেসে উঠেছে। ঘটনা মৎস্য অফিসকে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় প্রত্য’ক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের উপেন সরকারের ছেলে উজ্জল ও উৎপল সরকার শনিবার সকাল থেকে বাহাদুরপুর ঠাকুরবাড়ি নাম স্থানে সরকারী খালে কোন রকমে দু’পাশ আাটকে বিষ প্রয়োগ করে মাছ শিকার করে।

মাছ শিকারের মধ্যে জোয়ারের সময় ওই বিষা’ক্ত পানি খালের সর্বত্র ছড়িয়ে পরলে বি’ষ ক্রিয়ায় খালে থাকা দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ম’রে ভেসে উঠে এবং পানি দুর্গ’ন্ধ হয়ে যায়।

ঘটনার সত্যতা স্বী’কার করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য সুভাষ ভক্ত। এঘটনা স্থানীয়রা মৎস্য অফিসে জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন ইউপি সদস্যসহ স্থানীয়রা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আলম’র মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

About admin

Check Also

উজিরপুরে টিএসসি’র স্থান নির্ধারণে জটিলতা, সংবাদ সম্মেলন ও মিছিল

কর্ম যুবকদের দেশ-বিদেশে চাকরির বাজারে চাহিদার চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, দরিদ্র জনগোষ্ঠীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *