Breaking News
Home / সারাদেশ / ভোট কারচু’পির অভিযোগ তুলে গৌরনদীতে পরাজিত কাউ’ন্সিলর প্রার্থীর সংবাদ সম্মেলন

ভোট কারচু’পির অভিযোগ তুলে গৌরনদীতে পরাজিত কাউ’ন্সিলর প্রার্থীর সংবাদ সম্মেলন

ভোট কারচু’পির অভিযো’গ তুলে গৌরনদীতে পরাজিত কাউ’ন্সিলর প্রার্থীর সংবাদ সম্মেলন

বরিশালের গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডের পরা’জিত কাউ’ন্সিলর প্রার্থী সুমন মাহামুদ প্রশাসনের সহযোগিতায় সু’ক্ষ কারচু’পি ও নানা অনি’য়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলণ করেছেন।

রোববার সন্ধ্যায় পরা’জিত প্রার্থীর উত্তর বিজয়পুর’স্থ নিজবাড়ীতে শত শত কর্মী-সমর্থকদের উপস্থিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্থানীয় প্র’ভাবশালী নে’তাদের নির্দেশে সংশ্লি’ষ্ট নির্বাচন অফিসার, প্রশাসনিক কর্মকর্তা, গৌরনদী মডেল থানার ওসির প্র’শ্নবি’দ্ধ ভূমিকা নিয়ে বলেন,

ভোটের দিন সু’ষ্ঠভাবে ভোট গ্রহনের পর ভোট গণনার সময় আমাকে প্রশাসন জো’রপূর্বক ভাবে কে’ন্দ্র থেকে বের করে দেয়। নির্বাচনী সুক্ষ কা’রচু’পির মাধ্যমে আমার উটপাখি মার্কার ৬৬টি ভোট ন’ষ্ট করে দিয়ে ২৮ ভোটের ব্যবধানে আমার প্রতিদ্ব’ন্ধী প্রার্থী

পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান শামিমকে বিজয়ী করে। আমার এজে’ন্টরা পু’নরায় ভোট গণনার কথা বললে প্রশাসনের লোকজন তাদের বিভিন্ন ধরনের হু’মকি প্রদান করে। সাংবাদিক সম্মেলনে উপস্থি’ত অধিকাংশ কর্মীরা অভিযো’গ করে বলেন,

ফলাফল ঘো’ষনার পরপরই শামীম ও তার সমর্থকরা সুমন সমর্থক নারী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে অ’শ্লী’ল ভাষায় গা’লিগা’লাজ করে এবং নানা ধরনের হু’মকি প্রদান করছে। এসময় তিনি (সুমন) পূ’নরায় ভোট গণনার দা’বী করেন।

About admin

Check Also

বরিশালে নারী শ্রমিককে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ২

সদর উপজেলার রায়াপাশা-কড়াপুর ইউনিয়নের এক নারী শ্রমিককে (২২) বাসার সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *