Breaking News
Home / অন্যান্য / টাকা পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা

টাকা পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা

টাকা পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা

২০২০ সালে স্থগিত এইচএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন তাদের অর্থ ফেরত দেবে শিক্ষাবোর্ড। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভায় এ বিষয়ে অনুমোদন করা হয়েছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষাবোর্ড এ তথ্য প্রকাশ করেছে। এতে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল শিক্ষার্থী ফরম পূরণ করেছিল তাদের প্রবেশপত্রে উল্লেখিত প্রতিটি পত্রের জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত ফি হতে পত্র প্রতি তত্ত্বীয় ৩০ টাকা ও ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে আরো ১০ টাকা বোর্ড থেকে পরীক্ষার্থীকে ফেরত দেয়া হবে।

কেন্দ্র ফি হতে পরীক্ষার্থীকে ফেরত: বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষায় যেসব শিক্ষার্থী ফরম পূরণ করেছিলো তাদের কেন্দ্র ফি হতে পরীক্ষার্থী প্রতি ২০০ টাকা ও আইসিটি বিষয়ের পরীক্ষার্থীকে আরো ২৫ টাকা করে ফেরত দেয়া হবে।

এছাড়াও প্রবেশপত্রে উল্লিখিত আইসিটি ব্যতীত সকল ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্র প্রতি আরো অতিরিক্ত ৪৫ টাকা করে ফেরত প্রদান করা হবে। পরীক্ষার্থী কেন্দ্র ফি বাবদ অব্যয়িত উক্ত অর্থ প্রতিষ্ঠান হতে গ্রহণ করবে।

সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রাপ্য: সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ফরম পূরণ বাবদ আদায়কৃত অর্থের ১০ শতাংশ এবং আইসিটি ব্যবহারিক বিষয়ের জন্য আদায়কৃত ফি থেকে পরীক্ষার্থী প্রতি ২০ টাকা ফরম পূরণ ও আনুষঙ্গিক কাজের ব্যয় নির্বাহ করবে।

শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক সংশ্লিষ্ট কেন্দ্রকে প্রদান: ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষার্থী প্রতি সংশ্লিষ্ট কেন্দ্রকে ১৬০ টাকা হারে প্রদান করবে। কেন্দ্র উক্ত অর্থ পরীক্ষার গোপনীয় কাগজ পরিবহন ও বোর্ডে জমাদান, সংরক্ষণ এবং প্রশাসনিক ব্যয় নির্বাহ করবে।

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *