Breaking News
Home / অন্যান্য / নি’ষেধা’জ্ঞার মেয়াদ কমিয়ে ‘মুক্তি’ পেলেন উমর আকমল

নি’ষেধা’জ্ঞার মেয়াদ কমিয়ে ‘মুক্তি’ পেলেন উমর আকমল

নি’ষেধা’জ্ঞার মেয়াদ কমিয়ে ‘মুক্তি’ পেলেন উমর আকমল

ফি’ক্সিং’য়ের প্রস্তাব গো’পন করে তিন বছরের জন্য নি’ষিদ্ধ হন পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমল। তবে সেই সাজার বিরু’দ্ধে আপিল করেছিলেন তিনি।

অবশেষে সুখবর মিলল। নি’ষেধা’জ্ঞার মেয়াদ কমিয়ে ‘মুক্তি’ পেলেন উমর আকমল।

দ্য কোর্ট অব অ্যা’রবি’ট্রেশন ফর স্পোর্টস (সিএএস) এ আবেদন করে নি’ষেধা’জ্ঞার সাজা ১২ মাসে নামিয়ে এনেছেন আকমল।

২০২০ সালের ২০ ফেব্রুয়ারি নি’ষিদ্ধ হওয়া আকমলের শা’স্তির মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে। অবশ্য পাকিস্তানি সোয়া ৪০ লাখ রু’পি জ’রিমানা দিতে হবে আকমলকে।

এক বিবৃ’তি দিয়ে পিসিবি বলেছে, “উমর আকমল ও পিসিবি ক্রী’ড়া আদালতে যে অভি’যোগ দায়ের করেছিল তার শুনানি হয়েছে।

সেখানে আকমলের সাজা কমিয়ে ১২ মাস করা হয়েছে। এছাড়া পিসিবির বি’ধি ভা’ঙায় তাকে জ’রিমানা করা হয়েছে।”

দেশটির ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, উমর আকমলের এখন জ’রিমানা দিয়ে ক্রিকেটে ফিরতে বাধা নেই।

তবে তাকে পিসিবির দু’র্নীতি দমন ইউনিটের পু’র্নবাসন কার্যক্রমে অংশ নিতে হবে। এছাড়া তদ’ন্তের জন্য উমর আকমলের দুটি ফোন নিয়ে নেয় পিসিবি।

আকমল ফোন দুটি ফেরত পাওয়ার অনুরোধ করেন। কিন্তু ক্রীড়া আদালত তা না’কচ করে দিয়েছে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফি’ক্সিং’য়ের প্রস্তাব পেয়েও সেটা গো’পন করেন আকমল। এছাড়া তার আ’চরণও ছিল সন্দে’হজ’নক।

তদ’ন্তের পর এ’ন্টি ক’রাপ’শন কোডের দুটি নিয়ম ভা’ঙার দায়ে আকমলকে তিন বছরের জন্য নি’ষিদ্ধ করে পিসিবির ডি’সিপ্লি’নারি কমিটি।

২৯ বছর বয়সী উমর আকমল পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমলের ভাই এবং

বর্তমান পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কাজিন। দেশের হয়ে ৫৩টি টেস্ট, ৫৮ টি-টোয়েন্টি আর ১৫৭টি ওয়ানডে খেলেছেন তিনি।

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *