Breaking News
Home / সারাদেশ / ফেসবুকের কল্যানে বরিশালের আলোচিত দুটি পরিবারের পাশে জেলা প্রশাসক

ফেসবুকের কল্যানে বরিশালের আলোচিত দুটি পরিবারের পাশে জেলা প্রশাসক

মেয়ের জন্য দুধ কিনতে আর্টিস্ট বাবা রিকশা নিয়ে রাস্তায় এবং আব্বার জ্বর, কলাগুলা বেঁচতে না পারলে খামু কি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৃথক দুটি পোস্ট মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। বিষয়টি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের দৃষ্টিগোচর হলে তাৎণিকভাবে তিনি অসহায় ওই দুটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, করোনার কারণে আয় রোজগারের গতিপথ থামিয়ে দেয়ায় শিশু কন্যার জন্য দুধ কিনতে না পারা সেই আর্টিস্ট বাবাকে সহায়তা পাঠিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ জেলা প্রশাসকের পক্ষে আর্টিস্ট মাহবুব আলমের নগরীর বাসায় যান। পরে মাহবুবের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার বিভিন্ন খাদ্য সামগ্রী ও শিশুর দুধ কেনার জন্য নগদ অর্থ তুলে দেন। পাশাপাশি জেলা প্রশাসনের প থেকে শিশুর প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস প্রদান করেন।

অপরদিকে বাবার অসুস্থতার কারণে ভ্যানে করে কলা বিক্রি করতে বের হওয়া নগরীর আলেকান্দা এলাকার বাসায় শিশু আল রাফির পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার বিভিন্ন খাদ্যসামগ্রীসহ ফলমূল পাঠিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এছাড়া রাফির পড়াশোনার জন্য যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।

এছাড়াও অসহায় আর্টিস্ট মাহবুব আলমকে অস্ট্রেলিয়ার সিডনি থেকে বরিশালের এক বাসিন্দা অর্থ সহায়তা পাঠিয়েছেন। নিজের নাম ও ঠিকানা প্রকাশ না করার শর্তে ওই অস্ট্রেলিয়া প্রবাসী স্থানীয় এক মিডিয়া কর্মীর সাথে যোগাযোগ করে অর্থ সহায়তা পাঠিয়েছেন।

About admin

Check Also

আগৈলঝাড়ায় ইয়াবাসহ চার জন আটক,অর্থের বিনিময়ে তিন জনকে ছাড়

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশী অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ চারজনকে পুলিশ আটক করলেও মোটা অংকের অর্থের বিনিময়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *