Breaking News
Home / সারাদেশ / বরিশালে ফ্রি অক্সিজেন ও মেডিসিন সেবার উদ্বোধন

বরিশালে ফ্রি অক্সিজেন ও মেডিসিন সেবার উদ্বোধন

করোনায় আক্রান্তদের জন্য জেলা প্রশাসনের বিনামূল্যে অক্সিজেন সেবা ও দরিদ্র অসহায় মানুষের জন্য ফ্রি মেডিসিন সেবার উদ্বোধণ করা হয়েছে। এখন থেকে ফোন করলেই রোগীদের বাসায় এ সেবা পৌঁছে দেয়া হবে।

বুধবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল সদর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে অক্সিজেন সেবা ও ফ্রি মেডিসিন সার্ভিসের উদ্বোধণ করেছেন বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল।

চৌকস জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।জেলা প্রশাসক জানিয়েছেন, প্রথমে ১০০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে যাত্রা শুরু করা এ সেবা পরিচালনা করা হবে।

পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী দরিদ্র অসহায় মানুষের জন্য ২২ ধরনের ওষুধ দেওয়া হবে। অক্সিজেনের জন্য ২৪ ঘন্টার হটলাইন নাম্বার (০১৭৪৫-০৩৬৫৪০, ০১৭১২-৭০০৩৩৮, ০১৯৬৯-৭৯৩৮৭৬, ০১৭৬৭-৫৮১৭২২ ও ০১৯৯৯-৭৮৫৮৯৩)।

About admin

Check Also

আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *