Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও আ. লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও আ. লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে পৃথকভাবে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগ কার্যালয়ে রবিবার সকাল আটটায় জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষকলীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,

সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, কালো ব্যাজ ধারণ শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে সংপ্তি সভায় জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

বাদ যোহর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার ও কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আবদুর রব সেরনিয়াবাত ও তাঁর পরিবারের যে সকল সদস্য ১৫ ই আগষ্টে ঘাতকের বুলেটে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

একই সময়ে ভেগাই হালদার পাবলিক একাডেমী হল রুমে ১৫আগষ্ট সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট রনজিত সমদ্দার, পিয়ারা ফারুক বক্তিয়ার, ভাইস চেয়ারম্যানগন, সকল ইউপি চেয়ারম্যানগন, সহযোগী সকল সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলার পাঁচটি ইউনিয়নের সকল মসজিদে জাতীয় শোক দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবসে জাতীয় ও শোক পতাকা উত্তোলন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার, ইউএইচএএফপিও ডা. বখতিয়াল আল মামুন। পরে মসজিদে দোয়া মিলাদ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About admin

Check Also

বরিশালে নারী শ্রমিককে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ২

সদর উপজেলার রায়াপাশা-কড়াপুর ইউনিয়নের এক নারী শ্রমিককে (২২) বাসার সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *