Home / সারাদেশ / মেয়রের অনুরোধে কাজে ফিরেছে পরিচ্ছন্নতাকর্মীরা

মেয়রের অনুরোধে কাজে ফিরেছে পরিচ্ছন্নতাকর্মীরা

সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের কাজে যোগ দেওয়ার জন্য মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অনুরোধ জানানোর পর শনিবার দিবাগত রাতেই পরিচ্ছন্নতা কাজ শুরু হয়েছে।

শনিবার রাতে মেয়রের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে মেয়র পরিচ্ছন্নতা কর্মীদের হয়রানি না করতে পুলিশের প্রতি অনুরোধ করেন। একইসাথে পুরো নগরী পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে মেয়র পরিচ্ছন্নতাকর্মীদের অনুরোধ করেন। মেয়রের এ অনুরোধের পর রাতেই পরিচ্ছন্নতা কাজ শুরু করা হয়েছে।

সূত্রমতে, গত ১৮ আগষ্ট রাতের সংঘর্ষের পর থেকে নগরীর ময়লা আবর্জনা অপসারণ বন্ধ করে দেয় পরিচ্ছন্নতাকর্মীরা। টানা তিনদিন বর্জ্য অপসারণ না করায় পরিচ্ছন্ন নগরী ময়লার ভাগাড়ে পরিনত হয়েছিলো।

বিষয়টি জানতে পেরে সংবাদ সম্মেলনে মেয়র সাদিক আব্দুল্লাহ পরিচ্ছন্নতাকর্মীদের কাজে যোগদানের অনুরোধ করে বলেন,

সাধারণ জনগণ যেন দুভোর্গের শিকার না হয়। বরিশালের জনগণ কোনো অপরাধ করেনি। ময়লা যদি পরিস্কার করা না হয় তাহলে জনগণ দুভোর্গের মধ্যে পড়বে।

পরিচ্ছন্নতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজাখুঁজি না করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করে মেয়র বলেন, সিটি কর্পোরেশনে যারা কর্মকর্তা-কর্মচারি আছেন তাদের আপনারা বাঁধাগ্রস্থ করবেন না। তাহলে নাগরিক সেবা তিগ্রস্থ হবে।

উল্লেখ্য, গত ১৮ আগষ্ট দিবাগত রাতের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়। এর প্রতিবাদে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীরাও কর্মবিরতি পালন করে আসছিলেন।

About admin

Check Also

বরিশালের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়

প্রথম ধাপে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *