Home / সারাদেশ / বরিশালে করোনায় ৬ জনের মৃ’ত্যু

বরিশালে করোনায় ৬ জনের মৃ’ত্যু

গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে ১৮৭ জন করোনা রোগী শনাক্ত এবং শনাক্তের পাঁচগুনেরও বেশি এক হাজার ১০৪ জন সুস্থতা লাভ করেছেন।

রবিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত একজনসহ বিভাগের ভোলা, পিরোজপুর ও বরগুনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩০ জনে।

একইসময় নতুন করে করোনায় আক্রান্ত ১৮৭ জন নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬২৪ জনে। একইসময়ের মধ্যে সুস্থ হয়েছে ১ হাজার ১০৪ জন। ফলে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩১ হাজার ৬২৬ জন।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে বরিশাল জেলায় ৭৬ জন, পটুয়াখালীতে ১৮ জন, ভোলায় ৪৫ জন, পিরোজপুরে ১৫ জন, বরগুনায় ২১ জন ও ঝালকাঠিতে ১২ জন।

About admin

Check Also

বরিশালের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়

প্রথম ধাপে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *