Breaking News
Home / সারাদেশ / বরিশাল নগর ভবনের দেয়ালে ফাঁটল

বরিশাল নগর ভবনের দেয়ালে ফাঁটল

দেয়ালে দেয়ালে ফাঁটল, খসে পরছে ছাদের পলেস্তারা। কিছু বিমেও ফাটল দৃশ্যমান। এমন বেহাল ভবনটি বরিশালের নগর ভবন। নগর কর্তৃপ ঝুঁকি জেনেও এ ভবনে তাদের অফিসিয়াল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বেহাল ভবনটি সংস্কারের কথা জানালেও তা কবে নাগাদ হবে, সে বিষয়ে স্পষ্ট করেনি সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা। ভবনের পেছনের দিকে কয়েকটি স্থানেও বড় ফাঁটল দেখা দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সিটি কর্পোরেশনের দুই কর্মকর্তা বলেন, এমন ফাঁটল আছে বেশ কয়েকটি দেয়ালে। অনেক পিলারের রড বের হয়ে গেছে। কিছু ফোরে বিভিন্ন সময় ছাদ থেকে পলেস্তারা খসে পরছে। এখন ফাটলগুলো অনেক বেশি দৃশ্যমান হওয়ায় কর্মকর্তা ও কর্মচারীরা সব সময় আতঙ্কের মধ্যেই তাদের কার্যক্রম পরিচালনা করছেন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এ ভবনটি পৌরসভা আমলের। সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরণ মূল অবকাঠামো ঠিক রেখে কিছু সংস্কার করেছিলেন। তবে তা বেশি দিন টেকেনি।

আরেক কর্মকর্তা বলেন, আমরা শুনেছি যে নগর ভবন সংস্কারের কাজ ধরা হবে। তবে তা এখনও করা হচ্ছেনা। জানতে পেরেছি নগর ভবনে যেসব শাখা রয়েছে সেগুলোর কিছু শাখা অমৃত লাল দে সড়কে সিটি কর্পোরেশনের একটি ভবনে সাময়িক সময়ের জন্য নেওয়া হবে। তবে কবে নাগাদ তা করা হবে সেটাও জানিনা।

তিনি আরও বলেন, নতুন পরিকল্পনা অনুযায়ী নগর ভবন নগরীর নথুল্লাবাদ এলাকায় স্থানান্তরিত হবে। এ কারণে বর্তমান ভবনের সংস্কারের বিষয়টি গুরুত্ব পাচ্ছেনা।

এসব বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন বলেন, নগর ভবনে থাকা বিদ্যুৎ শাখাসহ কিছু শাখায় সমস্যা রয়েছে। অনেক জায়গায় ফাঁটল বা পলেস্তারা খসে পরছে। মেয়র মহোদয়ের পরামর্শে আমরা খুব শীঘ্রই তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি।

About admin

Check Also

সার্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন

বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের ভূমি অফিসে বৃহস্পতিবার সকালে সার্বজনীন পেনশন স্কিমের হেল্প ডেস্ক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *