Breaking News
Home / সারাদেশ / সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালী পূজা অনুষ্ঠিত

সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালী পূজা অনুষ্ঠিত

প্রায় সাড়ে চারশ’ বছরের পুরানো ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালী পুজা উপলক্ষে শনিবার দিনভর ব্যপক কর্মসূচি পালন করা হয়েছে।

পুজা উপলে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদীর বার্থী এলাকার সুরম্য মন্দির আঙ্গিনায় ভারতসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নানা বয়সের হাজারো ভক্তের সমাগম হয়েছেন।

শনিবার সকালে চন্ডিপাঠ ও শীতলা পুজার মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এছাড়া দুপুরে বলিদান, বিকেলে গীতাপাঠ, সন্ধ্যায় আরতী প্রতিযোগীতা, রাতে ধর্মীয় গান অনুষ্ঠিত হয়েছে।

মহামারী করোনার কারণে এবছর মন্দিরকে আলোক সজ্জায় সজ্জিত করা হয়নি। এছাড়াও অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
খোঁজ নিয়ে জানা গেছে, পূজা উপলক্ষে এবার মন্দির আঙ্গিনায় নারী ছিনতাইকারীদের উপদ্রব্য বেড়েছে।

একাধিক ভক্ত নারীদের ব্যবহৃত স্বর্ণের চেইনসহ অন্যান্য মালামাল কৌশলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় এক নারী ছিনতাইকারীকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। আটককৃত নারী ছিনতাইকারী ভূরঘাটা এলাকার মান্তা সম্প্রদায়ের স্থায়ী বাসিন্দা।

সে (আটককৃত) জানিয়েছে, তার সাথে আরও চারজন নারী ছিনতাইকারী সদস্য রয়েছে। ভূক্তভোগী টরকী বন্দরের ব্যবসায়ী পঙ্কজ কুন্ডু জানান, তার মায়ের গলায় থাকা স্বর্ণের চেইন কৌশলে নারী ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়েছেন।

তিনি (পঙ্কজ) ভূরঘাটার মান্তা পাড়ায় অভিযান চালিয়ে অন্যান্য নারী ছিনতাইকারীদের গ্রেফতারসহ তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নেয়া স্বর্ণের চেইন উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, আটককৃত নারী ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশপাশি অন্যান্যদের গ্রেফতারসহ ছিনতাই হওয়া অন্যান্যদের মালামাল উদ্ধারের চেষ্ঠা চলছে।

About admin

Check Also

আগৈলঝাড়ায় স্বামী ও তার পরিবার সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ নারী ইউপি সদস্যর

বরিশালের আগৈলঝাড়ায় স্বামী তার পরিবার সদস্যদের বিরুদ্ধে নির্যাতনসহ শিকারসহ শ্লীলতাহানী ও ছিনতাইয়ের অভিযোগ করেছেন এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *