Breaking News
Home / সারাদেশ / সরকারী খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ

সরকারী খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ

কোন নিয়মনীতির তোয়াক্কা না করে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম-মাহিলাড়া জনগুরুত্বপূর্ন সরকারী খালের একাংশ দখল পাকা করে পাকা স্থাপনা নির্মাণের মহোৎসব শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন যাবত ছয়গ্রাম বাজারে সরকারী খালের একাংশ দখল করে খালের মধ্যে একাধিক পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে আসছে প্রভাবশালী একটি মহল।

দীর্ঘদিন যাবত খাল দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করলেও দেখার যেন কেউ নেই। অপরদিকে উপজেলার ডিএসবি বাজারে সরকারী খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে আসছে সবুজ নামের স্থানীয় এক যুবক।

এছাড়াও ওই বাজারে সরকারী খাল দখল করে ইতিমধ্যে একাধিক পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে।
এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম জানান, সরেজমিনে লোক পাঠিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

About admin

Check Also

বরিশালে নারী শ্রমিককে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ২

সদর উপজেলার রায়াপাশা-কড়াপুর ইউনিয়নের এক নারী শ্রমিককে (২২) বাসার সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *