Breaking News
Home / সারাদেশ / জেলেদের বরাদ্দকৃ’ত ৮০কেজি চালের পরিবর্তে ২৩কেজি করে চাল বিতরণ

জেলেদের বরাদ্দকৃ’ত ৮০কেজি চালের পরিবর্তে ২৩কেজি করে চাল বিতরণ

জেলের জন্য জনপ্রতি বরাদ্দকৃত ৮০ কেজি চালের পরিবর্তে ২৩ কেজি করে চাল বিতরণ করার অভি’যোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মাগুরা-কুনিয়াকান্দি গ্রামের। শুক্রবার সকালে ওই ওয়ার্ডের ভুক্তভোগি জেলে ইদ্রিস মাতুব্বরসহ অন্যান্য জেলেরা অভি’যোগ করেন, তাদের ওয়ার্ডের আটজন জেলের প্রত্যেকের জন্য ৮০ কেজি করে চাল বরাদ্দ করা হয়। মঙ্গলবার জেলেদের চাল ইউনিয়ন পরিষদে বসে বিতরণ শুরু হলে তারাও চাল আনতে যায়। কিন্তু ৮০ কেজি চাল বিতরণের মাষ্টাররোলে তাদের স্বাক্ষর নেয়া হলেও ইউপি সদস্য মোহাম্মদ আলী তাদেরকে ২৩ কেজি করে চাল দিয়েছেন।

কারণ জানতে চাইলে তাদের (জেলে) বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করা হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভি’যোগ দায়ের করা হয়েছে বলেও জেলেরা উল্লেখ করেন। অভি’যোগ প্রসঙ্গে ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, প্রতিপক্ষের লোকজনে আমার বিরু’দ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে এ বিষয়ে সংবাদ না লেখার জন্যও তিনি (ইউপি সদস্য) অনুরোধ করেন।

About admin

Check Also

আগৈলঝাড়ায় সুদি ব্যবসায়ির কাছে জিম্মি হয়ে পরেছে দিন মজুরের পরিবার

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সুদি ব্যবসায়ির কাছে জিম্মি হয়ে পরেছে অসহায় একটি দিনমজুর পরিবার। বিশ হাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *