Breaking News
Home / সারাদেশ / সবাইকে শো’কের সাগরে ভা’সিয়ে না ফেরার দেশে চলে গেলেন শাহানআরা আব্দুল্লাহ

সবাইকে শো’কের সাগরে ভা’সিয়ে না ফেরার দেশে চলে গেলেন শাহানআরা আব্দুল্লাহ

মৃ’ত্যু মানুষের জীবনে চির সত্য। কিন্তু কিছু আ’কস্মিক মৃ’ত্যু কোন রকমেই সহজে মেনে নেয়ার মতো নয়। কিছু মৃ’ত্যু হাজারো, লাখো-কোটি মানুষের হৃদয় স্পর্শ করে ছড়িয়ে দেয় হা’হাকার আর অফুরন্ত শুন্যতা। একটি মৃ’ত্যু শুধু একটি পরিবার নয় ভাসিয়ে দেয় তার অনুসারী, ভক্ত, আর হৃদয়ের মমতা, স্নেহ মাখা স্পর্শের লোকজনকে। র’ক্তক্ষরণ হয় সবার। আর তিনি যদি হন কোন মহান মাতা ! তাহলে তাঁর মৃ’ত্যু-শো’কের সাগরে ভাসিয়ে দিয়ে যায় এলাকার সর্বস্তরের মানুষের হৃদয়কে।

ঠিক তেমনি মমতাময়ী মা শাহান আরা আবদুল্লাহ’কে হা’রিয়ে মা’তৃ হারার শো’কে মূহ্যমান আগৈলঝাড়া, গৌরনদী, বরিশাল নগরিসহ গোটা দক্ষিনাঞ্চলের জনপদ। হৃদয়ের হা’হাকার থেকে বাদ পরেনি ঢাকাসহ দেশের কোটি মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসার মূ’র্ত প্রতীক শাহান আরা আবদুল্লাহর শুভাকাঙ্খীরাও। শাহান আরা আবদুল্লাহ। এক স্নেহময়ী, মমতাময়ী মা। যার বটবৃ’ক্ষের মতো সুবিশাল হৃদয়ের ছায়ায় আশ্রিয় ছিলো নিজের সন্তানের মতো হাজারো, লাখে-কোটি নেতা কর্মী।

রবিবার (৭জুন) রাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃ’দযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকলের মায়া ত্যা’গ করে পাড়ি জমিয়েছেন পরপারে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃ’ত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শো’কার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। শো’ক জানিয়েছেন রত্নগর্ভা মা শাহান আরা আবদুল্লাহ’র জন্য অশ্রু সজল তার পরিবার সদস্যদের সাথে অগনিত শুভাকাঙ্খীরা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, পরীবিক্ষন কমিটির আহ্বায়ক (মন্ত্রী), সাবেক চীফ হুইপ, বরিশাল-১ আসনের সংসদ সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী শাহান আরা আবদুল্লাহ’র ছিলেন রত্নগর্ভা মা’তৃ রুপের পাশাপাশি ঐতিহাসিক বর্নাঢ্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অংগনে বিচরণ করা কিংবদ’ন্তি প্রতীক। আমরা হা’রালাম ক্ষনজন্মা এক ঐতিহাসিক মহিয়ষী নারীকে।

ছাত্র জীবন থেকেই বরিশালের রাজনৈতিক অঙ্গনে পরিচিত লাভ করেন শাহান আরা বেগম। গৌরনদীর মেয়ে ও আগৈলঝাড়ার গৃ’হবধু শাহান আরা আবদুল্লাহ ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য। দায়িত্ব পালন করেছে বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ বিভিন্ন সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে। তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন রাজনৈতিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ভিত গড়ার কাজে। মুক্তিযো’দ্ধা শাহান আরা আবদুল্লাহ ‘৭৫ এর ১৫ আগস্টের জাতির পিতার সাথে বর্বোরোচিত নি:শংস হ’ত্যাকান্ডে শ’হীদ হওয়া তার শ্বশুর সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত ও তার শিশুপুত্র সুকান্ত আবদুল্লাহ হ’ত্যার প্রত্যদর্শী। নিজেও হয়েছিলেন ঘা’তকের বুলেটে গুরুতর আ’হত।

ব্যাক্তি জীবনে তিনি স্বামী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, একমাত্র মেয়ে কান্তা, ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, এফবিসিআইসি’র অন্যতম পরিচালক সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
৮ জুন সোমবার সকালে মরহুমার লা’শ বরিশাল পৌছলে জেলা প্রশাসন, বরিশাল সিটির্পোারেশন, মুক্তিযো’দ্ধা, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা আওয়ামী লী নেতৃ’বৃন্দসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামজিক ও সাস্কৃতিক ব্যাক্তিত্বরা সামাজিক দূরত্ব বজায় রেখে ম’রহুমার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় শো’কার্ত পরিবার সদস্যদের প্রতি গভীর শো’ক ও সমবেদনা জ্ঞাপন করেন তারা।

সকালে বরিশাল মুসলিম গোরস্থান মাদ্রাসা প্রাঙ্গণে গার্ড অব অর্নার প্রদান এবং জানাজা শেষে বরিশাল মুসলিম গোরস্থানে মরহুমার দা’ফন সম্পন্ন করা হয়েছে।
লা’শ দা’ফনের মধ্য দিয়ে শাহান আরা আবদুল্লাহর ঐতিহাসিক বর্ণাঢ্য জীবনের অবসানের সাথে পতন হলো একটি জলন্ত ণক্ষত্রের।

About admin

Check Also

আগৈলঝাড়ায় এক রাতে স্কুল ছাত্রী ও গৃহবধু আত্মহত্যা

বরিশালের আগৈলঝাড়ায় শুক্রবার রাতে এক স্কুল ছাত্রী ও এক গৃহবধু বিষ পান করে আত্মহত্যা করেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *