Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়া যক্ষ্মা কার্যক্রম পরিদর্শণে বিদেশী চিকিৎসকদের পরিদর্শণ

আগৈলঝাড়া যক্ষ্মা কার্যক্রম পরিদর্শণে বিদেশী চিকিৎসকদের পরিদর্শণ

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষ্মা কার্যক্রম পরিদর্শন করেছেন সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাগনসহ তিন বিদেশী চিকিৎসক। বুধবার সকালে যক্ষা কার্যক্রম পরিদর্শনে আসেন তারা।

উপজেলা নিপোট প্রশিক্ষন হল রুমে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেনিয়া থেকে আগত চিকিৎসক ডা. চাকায় মুহওয়া, ভারত থেকে আগত চিকিৎসক ডা. শ্রী নিবাস নায়ার,

ডা. জোসেফ ক্যারেল, স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর মো. আব্দুস সালাম, ডা. শাকিল আহম্মেদ, ডা. মো. আব্দুল হাদী খান, ডা. মোস্তফা খালেদ, ডা. আজাহারুল ইসলাম খান, ডা. সাব্বির আহম্মেদ, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হুমায়ুন শাহীন খান, জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান,

আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, আরএমও ডা. মামুন মোল্লাসহ অন্যান্য চিকিৎসকগন উপস্থিত ছিলেন।

পরিদর্শণে চিকিৎসকবৃন্দউপজেলার সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার প্রশংসা করেন এবং এই ধারাকে এগিয়ে নিয়ে আরও উন্নত করার প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন পরিদর্শকেরা।

উপজেলাকে যক্ষ্মা মুক্ত করতে সকলের সহযোগিতাও কামনা করেন তারা। পরে উপজেলার মোল্লাপাড়া কমিউনিটি কিনিকের স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিদর্শন করেন অতিথিরা।

About admin

Check Also

সার্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন

বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের ভূমি অফিসে বৃহস্পতিবার সকালে সার্বজনীন পেনশন স্কিমের হেল্প ডেস্ক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *