Home / সারাদেশ / আগৈলঝাড়ায় নতুন ১৬জন গ্রাম পুলিশ সদস্যর উপজেলা কার্যালয়ে যোগদান সম্পন্ন

আগৈলঝাড়ায় নতুন ১৬জন গ্রাম পুলিশ সদস্যর উপজেলা কার্যালয়ে যোগদান সম্পন্ন

বরিশালের আগৈলঝাড়ায় ইউনিয়ন পর্যায়ে সেবা প্রদানের কাজ আরও গতিশীল করতে এবং উপজেলার প্রশাসনিক কাজে গতিশীলতা বাড়াতে উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৬জন গ্রাম পুলিশ সদস্য নিয়োগ দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার এই সকল গ্রাম পুলিশ সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করেছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন জানান, সরকারী বিধি-বিধান অনুসরনের মধ্য দিয়ে বৃহস্পতিবার ১৬জন গ্রাম পুলিশ সদস্য তাঁর কার্যালয়ে যোগদান করেছে।

নিয়োগ প্রাপ্তরা ওই দিনই স্ব-স্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানদের কাছে যোগদানপত্র হস্তান্তর করছে।

ইউএনও মো. সাখাওয়াত হোসেন আরও জানান, গ্রাম পুলিশ সদস্যদের অবসরে যাওয়া এবং মৃত্যু বরণ করায় দীর্ঘ দিন যাবত বিভিন্ন ইউনিয়ন পরিষদের আওতায় বিভিন্ন ওয়ার্ডে গ্রাম পুলিশ সদস্যদের পদগুলো শুণ্য হয়।

গ্রাম পুলিশ সদস্যদের শুণ্যতায় ইউনিয়ন পরিষদগুলোতে বিভিন্ন সরকারী সেবা থেকে বঞ্চিত হয়ে আসছিল এলাকার সাধারণ জনগন।

তাদের কস্ট লাঘবের জন্য শুন্য পদে গ্রাম পুলিশ সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে। এর ফলে এখন থেকে ইউনিয়ন পরিষদের কাজে আরও গতিশীলতা আসবে বলেও জানান তিনি।

About admin

Check Also

বঙ্গবন্ধু ধান-১০০ ধান চাষে কৃষকের মাঝে সাড়া

চলতি বোরো মৌসুমে বরিশালে প্রথমবার বঙ্গবন্ধু ধান-১০০ আবাদ করেই কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তুলনামূলক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *