Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচারের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচারের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

“সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃ স্বাস্থ্যের হবে উন্নতি” এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ১৭ডিসেম্বর থেকে ২২ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম রঞ্জন হালদারের সভাপতিত্বে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ পরিদর্শিকা ফিরোজা জাহান মিলি, অফিস সহকারী পল্লব চন্দ্র ভক্ত, ইউনিয়ন পরিদর্শক নাজমুল ইসলাম, প্রিন্স ওঝা, সুশান্ত দাস, পরিমল রায়, সঞ্জয় ঢালী, দাই নার্স মুক্তা খানম, ফাতেমা বেগম, দোলা রায়, সবিতা মন্ডল প্রমুখ।

শেষে ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ে পৌঁছানোর আহবান জানানো হয়।

About admin

Check Also

যুবদলের সভাপতি বানাতে অর্থ আদায়ের অভিযোগ

বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে ইউনিয়ন কমিটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *