Breaking News
Home / সারাদেশ / নতুনরুপে বরিশাল শতবর্ষী অশ্বিনী কুমার টাউন হলের উদ্বোধন

নতুনরুপে বরিশাল শতবর্ষী অশ্বিনী কুমার টাউন হলের উদ্বোধন

জরাজীর্ণ ও অকেজো হয়ে দীর্ঘ তিনবছরের অধিক সময় পরে থাকার পর নতুনরূপে আত্মপ্রকাশ করেছে বরিশালের ঐতিহ্যবাহী অশ্বিনী কুমার টাউন হল।

রবিবার দিবাগত রাতে আতশবাজি ও ফলকের ফিতা কেটে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ঐতিহ্যবাহী টাউন হলের দরজা খুলে দিয়েছেন বরিশালের সাংস্কৃতিক নেতৃবৃন্দের কাছে।

জানা গেছে, নির্বাচনী প্রতিশ্রুতির উপহার হিসেবে সিটি মেয়র জরাজীর্ণ অশ্বিনী কুমার টাউন হলের ঐতিহ্যের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে আগামী ৫০ বছরের জন্য সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার উপযোগী করে তুলেছেন।

উদ্বোধণী অনুষ্ঠানে অশ্বিনী কুমার টাউন হলের মঞ্চে সিটি মেয়রের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, ডিআইজি এসএম আক্তারুজ্জামান, ববি’র ভিসি ড. মো. ছাদেকুল আরেফিন,

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল, সৈয়দ দুলাল, শুভংকর চক্রবর্তী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের পর আলোচনা পর্বে বক্তারা, স্বাধীনতা সংগ্রামে ও সাহিত্য সংস্কৃতির চর্চায় অশ্বিনী কুমার টাউন হলের গুরুত্ব তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বরিশালের ৬০টিরও বেশি সংগঠনের নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ হয়ে ঐতিহ্যবাহী অশ্বিনী কুমার টাউন হলকে নতুনরূপ দেয়ায় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে শুভেচ্ছা জানিয়েছেন।

About admin

Check Also

যুবদলের সভাপতি বানাতে অর্থ আদায়ের অভিযোগ

বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে ইউনিয়ন কমিটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *