Breaking News
Home / সারাদেশ / বড় দিনে গির্জায় ব্যাগ নেয়া যাবেনা

বড় দিনে গির্জায় ব্যাগ নেয়া যাবেনা

বড়দিনে গির্জা কেন্দ্রীক কোন স্থানে মোটরসাইকেল মহড়া দেয়া যাবেনা। বড়দিন ও নববর্ষকে ঘিরে গির্জা কেন্দ্রীক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদা পোষাকে কাজ করবে। এছাড়া গির্জায় বড় ধরনের কোন ব্যাগ নিয়ে যাওয়া যাবেনা। ধর্মীয় অনুষ্ঠান স্থলসহ গুরুত্বপূর্ণস্থানে স্থায়ী সিসি ক্যামেরা বসানো হবে।

বৃহস্পতিবার দুপুরে বরিশালে বড়দিন উদ্যাপন উপলে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেছেন, জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম বিপিএম।

নগরীর পলিটেকনিক রোডের জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহজাহান হোসেন।

জেলা পুলিশ সুপার বড়দিনে গির্জা ও সড়ক কেন্দ্রীক নিরবিচ্ছিন্ন বিদ্যুত ব্যবস্থা নিশ্চিতের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিদ্যুত বিভাগের দায়িত্বপূর্ণ কর্মকর্তা বরাবর চিঠি দেয়ার নির্দেশ দিয়ে বলেন, কেউ অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতা উস্কে দিলে তাদের ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারী দেয়া হয়। সার্বিক দিক খেয়াল রেখে আমরা সবাই মিলে বড়দিনের উৎসব উদ্যাপন করতে চাই।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক। বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইকবাল হোসেন পিপিএম প্রমুখ। সভায় জেলার বিভিন্ন থানার ওসি ও গির্জার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

About admin

Check Also

সার্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন

বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের ভূমি অফিসে বৃহস্পতিবার সকালে সার্বজনীন পেনশন স্কিমের হেল্প ডেস্ক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *