Breaking News
Home / সারাদেশ / দক্ষিণাঞ্চলে ৫০ লাখ টন দানাদার খাদ্য উৎপাদনের আশা

দক্ষিণাঞ্চলে ৫০ লাখ টন দানাদার খাদ্য উৎপাদনের আশা

ঘূর্ণিঝড় ‘ইয়াশ’, ‘অশণি’ ও ‘সিত্রাং’র মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াই করে বরিশাল কৃষি অঞ্চলের ১১ জেলায় এবারো প্রায় ৫০ লাখ টন দানাদার খাদ্য ফসল উৎপাদন হচ্ছে। সমগ্র দক্ষিণাঞ্চলের মাঠে মাঠে এখন ফসল কাটার ধুম চলছে। দিগন্ত বিস্তৃত সোনালী জমির ধানের ছড়া সবার চোখ জুড়িয়ে দিচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ অঞ্চলের কৃষি যোদ্ধারা এবার দুটি খরিপ মৌসুমে প্রায় ২৭ লাখ টন আমন ও আউশ উৎপাদনের পর এখন আরো ১৮ লাখ টন বোরো ও গম আবাদে মাঠে নেমেছেন।

সদ্য সমাপ্ত খরিপ-২ মৌসুমে দণিাঞ্চলের ১১ জেলায় ৮ লাখ ৬৯ হাজার হেক্টর জমিতে আমন আবাদের মাধ্যমে প্রায় ২০ লাখ ৬০ হাজার টন চাল উৎপাদন ল্য অতিক্রম হতে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দক্ষিণাঞ্চলের প্রায় ৭৫ ভাগ জমির আমন কর্তন সম্পন্ন হয়েছে।

এর আগে খরিপ-১ মৌসুমে এ অঞ্চলে প্রায় ছয় লাখ টন আউশ চাল উৎপাদন হয়েছে। একই সাথে চলতি রবি মৌসুমে দক্ষিণাঞ্চলের প্রায় ৩ লাখ ৬৯ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদের মাধ্যমে ১৬ লাখ ১৮ হাজার ৩৮৪ টন চাল উৎপাদনের লক্ষ্যে এখন মাঠে নেমেছেন কৃষি যোদ্ধারা। এছাড়া চলতি রবি মৌসুমে দক্ষিণাঞ্চলে আরো প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে ১ লাখ ৫৫ হাজার টন গম উৎপাদনের লক্ষে কৃষকরা কাজ শুরু করেছেন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হারুন-অর রশিদ বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং’র প্রভাবে নজির বিহীন প্রবল বর্ষনের পরেও এবার দক্ষিণাঞ্চলে প্রায় ৭০ হাজার হেক্টর জমিতে ১৫ লাখ টন শীতকালীন সবজি উৎপাদনের লক্ষে দক্ষিণাঞ্চলের কৃষকরা আবাদ করেছেন।

দেশে উৎপাদিত প্রায় দুই কোটি টন শীত ও গ্রীস্মকালীন সবজির প্রায় ২০ লাখ টনই দক্ষিণাঞ্চলের ১১ জেলায় উৎপাদন হচ্ছে। এর প্রায় ১৫ লাখ টন শীতকালীন সবজি।

অপরদিকে সদ্য সমাপ্ত খরিপ-২ মৌসুমে দক্ষিণাঞ্চলে ৮ লাখ ৫৭ হাজার ১৩৮ হেক্টরে আমন আবাদ ল্যমাত্রা অতিক্রম করে দক্ষিণাঞ্চলের ১১ জেলায় ৮ লাখ ৭০ হাজার হেক্টরে আবাদের মাধ্যমে প্রায় ২০ লাখ ৫৬ হাজার টন চাল উৎপাদন ল্যমাত্রা অতিক্রম করবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এরমধ্যে শুধু বরিশাল বিভাগের ছয় জেলাতেই ৬ লাখ ৯৪ হাজার ৯৩৬ হেক্টর জমি লক্ষ্য অতিক্রম করে ৬ লাখ ৯৯ হাজার ১১২ হেক্টরে আমন আবাদ হয়েছে। ফলে এ জেলাগুলোতে প্রায় সাড়ে ১৫ লাখ টন চাল উৎপাদন লক্ষ্য অতিক্রম করতে যাচ্ছে।

সূত্রের দাবী, প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে আউশ ও আমনের সফলতার পর বরিশাল কৃষি অঞ্চলের ১১ জেলায় এবার আরো প্রায় সাড়ে ১৬ লাখ টন বোরো চাল পাবার লক্ষ্যে বীজতলা তৈরী করা হয়েছে।

অপরদিকে চলতি রবি মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে গমের আবাদ হতে যাচ্ছে। ফলে চলতি মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে গমের উৎপাদন ১ লাখ ৫৪ হাজার টন লক্ষ্যমাত্রা অতিক্রম করে ১.৬০ লাখ টনে পৌঁছতে পারে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা

অর্থনীতিবীদরা মনে করছেন, বিগত প্রায় তিনটি বছরে করোনা মহামারী সংকটের মধ্যে কৃষি যোদ্ধারা সমগ্র দক্ষিণাঞ্চলের অর্থনীতির চাকা সচল রাখতে মূখ্য ভূমিকা পালন করেছেন।

তাদের মতে, একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আর করোনা মহামারী সারাদেশের মতো দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে যে বিরূপ পরিস্থিতি তৈরী করেছিলো তা থেকে উত্তরণে কৃষক ও কৃষির ভূমিকা ছিলো অপরিসীম। যে কারণেই খাদ্য উদ্বৃত্ত দক্ষিণাঞ্চলের কৃষি অর্থনীতি এখনো যথেষ্ট শক্ত অবস্থানে রয়েছে।

About admin

Check Also

সার্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন

বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের ভূমি অফিসে বৃহস্পতিবার সকালে সার্বজনীন পেনশন স্কিমের হেল্প ডেস্ক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *