Home / সারাদেশ / গৌরনদীত নদী ভাঙ্গনের আতংকে অর্ধশত পরিবার

গৌরনদীত নদী ভাঙ্গনের আতংকে অর্ধশত পরিবার

বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর অব্যাহত ভাঙ্গনের মুখে সরিকল ইউনিয়নের মিয়ারচর গ্রামের অর্ধশত পরিবার ঘর হারানোর আতংকে রয়েছে।

নদী পাড়ের একাধিক বাসিন্দারা জানান, গত কয়েক মাস যাবত আড়িয়াল খাঁ নদীর মিয়ারচর লঞ্চঘাটসহ আশপাশের তিন কিলোমিটার এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে।

নদীর অব্যাহত ভাঙ্গনের ফলে তারা আতংকে রাত্রি যাপন করছেন। নদীর ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন নদীপাড়ের বাসিন্দারা।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. রত্তন বেপারী জানান, আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে ইতিমধ্যে মিয়ারচর এলাকার অনেক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে নদীপাড়ের অর্ধশত পরিবার ভাঙ্গন আতংকে দিন কাটাচ্ছে।

আগামী বর্ষা মৌসুমে এ ভাঙ্গন আরও বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সরিকল ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন মোল্লা জানান, নদী ভাঙ্গনের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সরেজমিন পরিদর্শন করে এ বিষয়ে উধৃতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

About admin

Check Also

বরিশালের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়

প্রথম ধাপে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *