Breaking News
Home / সারাদেশ / দেশব্যাপি বিএনপি-জামাত জোটের নৈরাজ্যর প্রতিবাদে আগৈলঝাড়ায় আ.লীগের একযোগে পাঁচটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত

দেশব্যাপি বিএনপি-জামাত জোটের নৈরাজ্যর প্রতিবাদে আগৈলঝাড়ায় আ.লীগের একযোগে পাঁচটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে শনিবার দেশ ব্যাপি বিএনপি’র ইউনিয়নে পদযাত্রার কর্মসূচিতে বিএনপি-জামাত জোটসহ স্বাধীনতা বিরোধীরা দেশে কোন ধরনের নাশকতা,

মিথ্যাচার ও নৈরাজ্য করতে না পারে সে লক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার পাঁচটি ইউনিয়নে শনিবার বিকেলে একযোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরেকৃষ্ণ হালদারের সভাপতিত্বে বাশাইল বাজার স্ট্যান্ডে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

রাজিহার ইউনিয়নের শান্তি সমাবেশে আবু সালেহ মো. লিটন তার বক্তব্যে বলেন আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি-জামাতসহ স্বাধীনতা বিরোধীদের মোকাবেলায় অতন্দ্র প্রহরী হিসেবে মাঠে থাকবে আওয়ামী লীগ।

জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করেই ঘরে ফিরবে আওয়ামী লীগ। এই সময়ের মধ্যে বিএনপির প্রত্যেকটা অপকর্মের ঐক্যবদ্ধভাবে জবাব দেবে আওয়ামী লীগ।

একইভাবে বাকাল ইউনিয়নের বাকালহাট প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ,

বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মিয়ার সভাপতিত্বে বাগধা বাজার পূর্বপাড়ে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,

গৈলা ইউনিয়নে গৈলা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান হালিমের সভাপতিত্বে দলীয় অফিসের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা এবং রত্নপুর ইউনিয়নে ছয়গ্রাম বাজারের শান্তি সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুস্তুম সেরনিয়াবাত।

উল্লেখিত শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ ছাড়াও স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানগন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকগনসহ উপজেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে পুণঃরায় সরকার গঠনের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠেয় শান্তি সমাবেশে বক্তারা বিএনপি-জামাত জোটের ক্ষমতামলে দেশ ব্যাপি হত্যা, ধর্ষণ, অগ্নি সংযোগ, জেল-জুলুম, শারিরীক ও মানুষিক নির্যাতন, বিশেষ করে আগৈলঝাড়ায় আওয়ামী নেতাকর্মীদের বাড়ি ছেড়ে পালিয়ে থাকার নির্মম কাহিনী তুলে ধরে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

তবে কেন্দ্রীয় বিএনপির ডাকা ইউনিয়ন ব্যপি পদযাত্রা কর্মসূচি আগৈলঝাড়ায় পালনের কোথাও কোন খবর পাওয়া যায়নি।

About admin

Check Also

আগৈলঝাড়ায় বোরো চাষে লক্ষ্যমাত্রার চেয়ে ৩হাজার ১৮০ মেট্টিক টন ধান বেশী উৎপাদন

বরিশালের আগৈলঝাড়ায় চলতি ইরি-বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ৩হাজার ১৮০ মেট্টিক টন ধান বেশী উৎপাদন হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *