Breaking News
Home / সারাদেশ / শেবাচিমে করো’নার উপসর্গ নিয়ে ৪জনের মৃ’ত্যু

শেবাচিমে করো’নার উপসর্গ নিয়ে ৪জনের মৃ’ত্যু

করো’নার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে করো’না ওয়ার্ডে চার রোগির মৃ’ত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে করো’না ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী সদর উপজেলার গুলবাক গ্রামের ইদ্রিস হাওলাদার (৭৫) এবং বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর গ্রামের মজিবর রহমান (৭৬) মৃ’ত্যুবরন করেন।

এর আগে বুধবার বিকেলে উজিরপুর উপজেলার সানুহার গ্রামের আব্দুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৬৫) ও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গাইনখালী গ্রামের হাসেম হাওলাদারের পুত্র শাহ আলম (৭০) মা’রা যায়। তাদের প্রত্যেকের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।

সূত্রে আরও জানা গেছে, নতুন করে পুলিশ, এনএসআই সদস্য, নার্স ও বিভিন্ন ব্যাংকে কর্মরত স্টাফসহ ৩০ জনের করো’না শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ১ হাজার ৩১৮ জন করো’নায় আ’ক্রান্ত হয়েছেন। পাশাপাশি নতুন করে করো’না আ’ক্রান্ত ৩৪ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। ফলে জেলায় মোট ২৫৪ জন ব্যক্তি করো’না থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

About admin

Check Also

বরিশালে নারী শ্রমিককে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ২

সদর উপজেলার রায়াপাশা-কড়াপুর ইউনিয়নের এক নারী শ্রমিককে (২২) বাসার সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *